বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে তারকাদের মধ্যে প্রেম নতুন কোনও ব্যাপার নয়। তবে শুধু প্রেম নয়, পরকীয়াও ঘটে অহরহ। বিবাহিত হওয়া সত্ত্বেও তারকারা বাইরের মানুষের প্রেমে পড়েন। যেমন কুমার শানু (Kumar Sanu)। বলিউডের একের পর এক সুন্দরীর প্রেমে পড়ে নিজের বিবাহিত জীবনকে ফেলেছিলেন চ্যালেঞ্জের মুখে।
৮০ এর দশকে বলিউডে গানের জগতের রোমান্স কিং ছিলেন কুমার শানু। তার আসল নাম কেদারনাথ ভট্টাচার্য। বলিউডে তিনি কুমার শানু নামেই পরিচিতি পেয়েছেন। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর একাধিক সম্পর্কে জড়ান শানু। দু-দুটি বিয়ে করেছেন তিনি। তা সত্ত্বেও জড়িয়েছেন পরকীয়ার সম্পর্কে।
কুমার শানুর প্রথম স্ত্রী ছিলেন রীতা ভট্টাচার্য। তাদের তিন পুত্র সন্তান রয়েছে। কলকাতাতে থাকতেই রীতার সঙ্গে পরিচয় এবং প্রেম হয় শানুর। তারপর তাদের বিয়ে হয়। কিন্তু গানের জগতে পা রাখার পরপরই শানুর মন বদলাতে থাকে। বিশেষ করে বলিউডে পা রাখার পর তিনি একের পর এক অভিনেত্রীর প্রেমে পড়তে শুরু করেন। ১৯৯৩ সালে অভিনেত্রী কুনিকা লালের সঙ্গে শানুর সম্পর্কের কথা প্রথম রটে যায়। তবে এই সম্পর্ক খুব বেশিদিন চলেনি। শানুর জীবনে ততদিনে নতুন অভিনেত্রীর প্রবেশ ঘটে। যার সঙ্গে তার সম্পর্ক নিয়ে চর্চা উঠেছিল তুঙ্গে। তিনি হলেন মীনাক্ষি শেষাদ্রি।
মীনাক্ষী ৯০ এর দশকে বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন। ১৯৯০ সালে মহেশ ভাটের ‘জুর্ম’ ছবিতে অভিনয় করেন বিনোদ খান্না, মীনাক্ষী শেষাদ্রি, সঙ্গীতা বিজলানিরা। এই ছবিতে ‘যব কই বাত বিগড় যায়ে’ গানটি গেয়েছিলেন কুমার শানু। আর সেই গান হয় সুপারহিট। নায়িকা মীনাক্ষীরও গানটি খুবই পছন্দ হয়েছিল। তিনি নিজে আলাপ করেছিলেন কুমার শানুর সঙ্গে। শানুকে তার খুবই ভালো লেগেছিল।
তবে শানু ছিলেন বিবাহিত। রীতার সঙ্গে তার সম্পর্ক ১০ বছর পার করে ফেলেছিল। তবুও মীনাক্ষী তার মনের কথা জানান শানুকে। আর শানুরও মীনাক্ষিকে খুবই পছন্দ হয়েছিল। শোনা যায় তিন বছর চুপিচুপি প্রেম করেছিলেন দুজনে। কিন্তু গায়কের এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়। শানুর সেক্রেটারি রীতাকে সেই খবর জানিয়ে দেন। বলেন, “কুমার শানুর প্রচুর বান্ধবী রয়েছেন। উনি মীনাক্ষী সঙ্গে প্রেমও করছেন।”
এই খবর শুনে খুবই রেগে যান রীতা। তিনি এর জন্য মীনাক্ষীকেই দায়ী করতে শুরু করেন। এমনকি জনসমক্ষে কুমার শানু এবং মীনাক্ষীর কথা তিনি ফাঁস করে দেন। একজন বিবাহিত পুরুষের সংসার ভাঙার জন্য এরপর মীনাক্ষীকেই সকলে দোষ দিতে শুরু করেন। এর প্রভাব সরাসরি অভিনেত্রীর কেরিয়ারে পড়ে। মীনাক্ষীর হাতে কাজের প্রস্তাবও কম আসতে শুরু করে।
আরও পড়ুন : সিনেমার থেকে কম নয় শ্রেয়া ঘোষালের প্রেম জীবন! তার স্বামী কে জানেন?
আরও পড়ুন : প্রভাসকে ভালোবেসে বিয়েই করলেন না এই দুই নায়িকা! রয়ে গেলেন চিরকুমারী
এদিকে ১৯৯৪ সালে রীতার সঙ্গেও শানুর ডিভোর্স হয়ে যায়। মীনাক্ষীও ১৯৯৫ সালে বিয়ে করে নেন আমেরিকার একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারকে। আর প্রথম বিয়ে ভাঙার পর শানুও আবার বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম সালোনি। দ্বিতীয় পক্ষে তার দুই সন্তান আছে। সালোনির সঙ্গেই এপর্যন্ত বেশ সুখেই সংসার করছেন গায়ক।