এই একটি কারনেই ‘সাথী’ ছবিতে জিতের নায়িকা হতে পারেননি কোয়েল মল্লিক

টলিউডের (Tollywood) দাপুটে অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। তার মুখ এবং হাত সমান চলে। টলিউডের বেশিরভাগ সিনেমাতে তিনি যেন জলজ্যান্ত বিবেক। তার কথার ঝাঁঝ দর্শকের অন্তরে এসে বেঁধে। আবার রঞ্জিত মল্লিকের বেল্ট খুলে মার তো টলিউডের ইতিহাস প্রসিদ্ধ। এহেন রঞ্জিত মল্লিক বাস্তব জীবনেও অত্যন্ত দাপুটে বাবা! কড়া শাসনে মেয়ে কোয়েল মল্লিককে (Koel Mallick) বড় করে তুলেছেন তিনি।

গত ২৮শে সেপ্টেম্বর ৭৭ এ পা রাখলেন অভিনেতা। ভবানীপুরের প্রসিদ্ধ মল্লিক পরিবারের সদস্য রঞ্জিত মল্লিকের দীর্ঘদিনের বন্ধু তথা টলিউড পরিচালক হরনাথ চক্রবর্তী জন্মদিন উপলক্ষে বন্ধু সম্পর্কে আনন্দবাজার অনলাইনের কাছে দিলেন বিশেষ সাক্ষাৎকার। উল্লেখ্য, হরনাথ চক্রবর্তীর পরিচালনাতেই আজ থেকে প্রায় ১৯ বছর আগে মুক্তি পেয়েছিল জিৎ-প্রিয়াঙ্কা জুটির সুপারহিট সিনেমা ‘সাথী’।

সেদিন যদি রঞ্জিত মল্লিক কোয়েলকে অভিনয় করার অনুমতি দিতেন তাহলে প্রিয়াঙ্কার বদলে জিতের বিপরীতে অভিনয় করার সুযোগটা কোয়েলই পেতেন। এই ছবিতে কোয়েল মল্লিকই ছিলেন পরিচালকের প্রথম পছন্দ। কিন্তু কোয়েল সেইসময় মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করছেন। পড়াশোনাতে ফাঁকি দিয়ে মেয়ে অভিনয় করুক, এমনটা মোটেও চাননি রঞ্জিত মল্লিক।

পরিচালকের কথায়, ‘‘সাল ২০০২-এ ‘সাথী’ ছবির সময় আমি প্রথম কোয়েলকে চেয়েছিলাম। তখনও ওর মনস্তত্ত্ব নিয়ে পড়া শেষ হয়নি। ফলে, রঞ্জিতদা তখন কড়া বাবা, মেয়ে পড়া শেষ করে তার পরে অভিনয়ে আসবে ঠিক করেছিলেন। তার আগে নয়।’’ বাবার অমতে যাননি কোয়েলও। অভিনয় জীবনে পা রাখার জন্য তিনি আরও একটি বছর অপেক্ষা করেছিলেন।

তার অভিনয় কেরিয়ার শুরু করার জন্য প্রথম ছবির অফারটিও এসেছিল হরনাথ চক্রবর্তীর তরফ থেকেই। ‘সাথী’ বানানোর ঠিক পরের বছরই সমরেশ বসুর গল্প অবলম্বনে হরনাথ বানান ‘নাটের গুরু’। এবারের গল্প পছন্দ হয়ে যাওয়াতে রঞ্জিত মল্লিক আর না করেননি। পরিচালকের কথায়, নিতান্তই ঘরোয়া ভাবে আড্ডা দিতে দিতেই শুটিং সারেন বাবা-মেয়ে। বাবার এই গুণ মেয়ের মধ্যে হুবহু সঞ্চারিত হয়েছে।

রঞ্জিত মল্লিক সম্পর্কে বলতে গিয়ে হরনাথ আরও বলেছেন, ‘‘বনেদি বাড়ির ছেলে বলেই রঞ্জিতদা ভীষণ ভাল মানুষ। আমি তখন সহকারি পরিচালক। মাত্র ২৪ বছর বয়েস। উনি তত দিনে উত্তমকুমারের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া অভিনেতা। তার পরেও ইতস্তত করে আমায় ডাকছেন, ‘‘হরনাথ একটু শুনবেন?’’ এমনভাবেই বন্ধুকে সম্বোধন করেন রঞ্জিত মল্লিক। সময় পেরিয়েছে, কিন্তু রঞ্জিত মল্লিক আর হরনাথ চক্রবর্তীর সম্পর্ক আজও সেই একই আছে।