‘টলিউডে আমাকে সুযোগই দেওয়া হয়নি!’, আক্ষেপ কৌশানী মুখার্জীর

কৌশানী মুখার্জী (Koushani Mukherjee), টলিউডের (Tollywood) নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে তিনি একজন। বনি-কৌশানী জুটি তো ব্যাপক হিট ইন্ডাস্ট্রিতে। তবুও কৌশানীর অভিনয় নাকি নিন্দুকদের পছন্দ হয় না। প্রকাশ্যেই অনেকে কৌশানীকে নিয়ে সমালোচনা করেন। বলেন, তিনি নাকি ভালো অভিনয় করতে পারেন না। সেই নিন্দুকদের এবার কড়া জবাব দিলেন কৌশানী। তার কথায়, ভালো অভিনয় করার মত সুযোগ ইন্ডাস্ট্রিই তাকে দেয়নি।

একসময় বাণিজ্যিক ছবি নিয়েই পড়েছিলেন কৌশানী। কেরিয়ারের শুরুতে তিনি অনেকগুলো বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন। সেখানে তথাকথিত সিনেমার নায়িকার মত হালকা চরিত্র ছিল তার। তবে কৌশানী এখন অনেক বেশি সতর্ক তার চরিত্র বাছাই নিয়ে। ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে তার কিছুটা ঝলক পাওয়া গিয়েছে। আসছে ‘বহুরূপী’। এই সিনেমাতেও কৌশানীকে যথেষ্ট চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে।

Koushani Mukherjee

‘বহুরূপী’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে অভিনেত্রী বলেন, “যাঁরা বলেন যে আমি অভিনয় করতে পারি না, তাঁদের এটাও জানা উচিত যে আমাকে সুযোগও দেওয়া হয়নি খুব একটা। তবে যেখানে সুযোগ পেয়েছি সেখানে নিজের ১০০০ শতাংশ দিয়েছি। আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি প্রতিনিয়ত। দেখিয়ে দিয়েছি যে আমিও পারি। তাই ‘বহুরূপী’-তে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য শিবুদা (শিবপ্রসাদ মুখোপাধ্যায়), নন্দিতাদি (নন্দিতা রায়)-সহ পুরো উইন্ডোজ প্রোডাকশন হাউসের কাছে আমি খুব কৃতজ্ঞ”।

অভিনেত্রী আরও বলেছেন, “একজন অভিনেতা অভিনেত্রী কতটা ভালো পারফর্ম করল তার অনেকটা নির্ভর করে পরিচালকের উপর। তিনি কীভাবে তাঁকে কাজে লাগাছেন। লুক সেট থেকে শুরু করে, একজন অভিনেতার মধ্যে থেকে অভিনয়কে বের করে আনা সবটাতে একজন পরিচালকের অনেকটা কৃতীত্ব থাকে। আমার মনে হয় ভালো পরিচালক পেলে শিল্পীরাও ভালো ভাবে কাজ করতে পারে। আমাদের ‘বহুরূপী’-এর যে চিত্রনাট্য তার মাধ্যমে আমি আরও একবার দর্শকদের কাছে নিজেকে নতুন করে প্রমান করার সুযোগ পেয়েছি। আমার মনে হয় দর্শকরা এবারও আমাকে নতুন ভাবে পাবেন।”

আরও পড়ুন : বাংলার দীপিকা পাড়ুকোন! সৌরসেনীর বিকিনি লুক দেখে মুগ্ধ নেটিজেনরা

Koushani Mukherjee

আরও পড়ুন : ফেডারেশনের ‘দাদাগিরি’তে অতিষ্ঠ টলিউড! ক্ষোভে ফুঁসছেন সিনেমা নির্মাতারা

শুধু ‘আবার প্রলয়’ কিংবা ‘বহুরূপী’ই নয়, আগামী দিনে কৌশানী মুখার্জী এরকমই চ্যালেঞ্জিং চরিত্র আরও করতে চান। এতে যদি বছরে মাত্র দুটো ছবি করতে হয় তাও তিনি করবেন। কিন্তু যেমন তেমন চরিত্র তিনি করতে চান না। কম কাজ করেও যদি দর্শকরা সেটা মনে রাখেন তাহলে সেটাই তার প্রাপ্তি বলে তিনি মনে করেন। এমনিতেই ‘বহুরূপী’তে কৌশানীর লুক দেখে বেশ চর্চা শুরু হয়েছে। খোপায় পলাশ, কপালে চন্দন, নাকে নোলক, একেবারে অন্যরকম চরিত্রে ধরা দিতে চলেছেন অভিনেত্রী। এই সিনেমাতে তার নাম ঝিমলি।