স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল কথা। সম্প্রতি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে এই সিরিয়াল ২২ টি পুরস্কার পেয়ে গড়েছে সর্বাধিক পুরস্কার পাওয়া সিরিয়ালের রেকর্ড। এই সিরিয়ালের টিআরপিটাও বেশ ভাল। তবে হঠাৎ কথা নিয়ে এলো নতুন আপডেট। এবার এই সিরিয়ালের নায়ক এবং নায়িকার মুখ যাবে বদলে। শুধু তাই নয়, নতুন সময়ে এবং নতুন নামে আসছে কথা। ব্যাপারটা কী?
আসছে নতুন সিরিয়াল ’কভি নিম নিম কভি শহেদ শহেদ’
এতদিন কথা সিরিয়ালের নায়ক এবং নায়িকার ভূমিকায় দেখা পাওয়া গিয়েছে সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দেকে। এবার নতুন নায়ক এবং নায়িকাকে নিয়ে শুরু হবে কথার রিমেক। হ্যাঁ, এবার স্টার প্লাসে আসবে কথার রিমেক ’কভি নিম নিম কভি শহেদ শহেদ’। স্টার জলসায় কথার সাফল্য দেখে স্টার প্লাসও এই সিরিয়ালের গল্প অনুসরণ করে নতুন একটি হিন্দি সিরিয়াল আনার কথা ভেবেছে। এখন জোর কদমে চলছে তারই প্রস্তুতি।
আরও পড়ুন : নোংরামির চূড়ান্ত! কথা-অগ্নির অতি ঘনিষ্ঠতা দেখে ছিঃ ছিঃ করছেন দর্শকরা
কবে থেকে শুরু হবে স্টার প্লাসের এই নতুন সিরিয়াল?
স্টার প্লাসের এই নতুন সিরিয়ালে নায়কের ভূমিকার অভিনয় করবেন আবরার কাজী। সিরিয়ালটিতে তার চরিত্রের নাম হবে ইউভি। কথা এবং এভির গল্প বাংলাতে তো সুপারহিট হয়েছে। এবার গোটা দেশ শুনবে এই অসাধারণ প্রেম কাহিনী। বর্তমানে আইপিএল চলছে। এমনিতেই টিভি সিরিয়ালের টিআরপিতে ধরেছে টান। তাই নির্মাতারা আইপিএল শেষ হওয়ার পরেই নতুন এই সিরিয়ালের সম্প্রচার করবেন বলে জানা গিয়েছে।