ফের স্টার জলসার জনপ্রিয় একটি সিরিয়াল পৌঁছে গেল শেষের দোরগোড়ায়। টিআরপি ক্রমশ কমে যাওয়ার কারণেই নাকি এবার চ্যানেল কর্তৃপক্ষ এই সিরিয়ালটিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি নায়ক-নায়িকার মধ্যে মাখো মাখো রোমান্স দেখিয়েও লাভ হলো না। গত মাসে পরিবার অ্যাওয়ার্ডে সর্বাধিক পুরস্কার পেয়েও লাভ হল না। এবার নাকি পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে স্টার জলসার কথা।
কেন বন্ধ হতে বসেছে স্টার জলসার কথা?
বিগত বেশ কিছুদিন ধরে এই সিরিয়ালের টিআরপি কম। বিপরীতে জি বাংলার জগদ্ধাত্রী যবে থেকে লিপ নিয়েছে, ক্রমশ এর টিআরপি বেড়েছে। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে জগদ্ধাত্রী স্লট লিডার হচ্ছে। পিছিয়ে পড়ছে কথা। এমনকি গল্পে নায়ক এবং নায়িকার মাখোমাখো রোমান্স দেখিয়েও কিছু লাভ হয়নি। উল্টে জুটেছে সমালোচনা।
উল্টোদিকে ২০২২ সালের আগস্ট মাসে শুরু হয়েছিল জগদ্ধাত্রী। ২০২৫ সালের এপ্রিল মাসেও এই সিরিয়ালটি টিআরপি তালিকায় সেরা তিনের মধ্যে থাকছে। নায়িকা অঙ্কিতা মল্লিক এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। গল্প বেশ জমে উঠেছে। তাই দর্শকরাও এখন আর নজর ফেরাতে পারছেন না। কাজেই জগদ্ধাত্রীকে যদি এখন আটকাতে হয় তাহলে এর বিপরীতে কোনও দুর্দান্ত গল্প দিতে হবে স্টার জলসাকে। কিন্তু কথা কি পারবে জগদ্ধাত্রীকে আটকাতে?
আরও পড়ুন : বদলে গেল নায়ক-নায়িকা, নতুন সময়ে নতুন নাম নিয়ে আসছে স্টার জলসার ‘কথা’
আরও পড়ুন : নোংরামির চূড়ান্ত! কথা-অগ্নির অতি ঘনিষ্ঠতা দেখে ছিঃ ছিঃ করছেন দর্শকরা
কথার টিআরপি যেভাবে দিনে দিনে কমছে তাতে স্টার জলসা আর কতদিন এই সিরিয়ালটিকে সুযোগ দেবে সেটাই দেখার। অন্যদিকে এখন এই সিরিয়ালের গল্প যেভাবে এগোচ্ছে তাতে এখনই সিরিয়ালটি বন্ধ করে দেওয়াও যাবে না। কাজেই নতুন সিরিয়াল এলে হয়তো বা কথার জায়গা নিলেও কথাকে অন্য কোনও স্লটে পাঠানো হতে পারে। কিংবা স্টার জলসার অন্যান্য বেশ কিছু সিরিয়ালের মত কথাও গল্প অসমাপ্ত রেখেই শেষ হয়ে যেতে পারে