চরম দুঃসংবাদ! কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়

কাছের মানুষকে হারিয়ে ফেললেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভোর রাতে তার জীবনের ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। জীবনের সবথেকে বড় আপনজনকেই হারিয়ে ফেলেছেন কনীনিকা। ‌মারা গিয়েছেন তার মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। সেই খবর সোশ্যাল মিডিয়াতে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। মাকে হারিয়ে অত্যন্ত ভেঙ্গেও পড়েছেন তিনি। একরাশ যন্ত্রণা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠি দিয়েছেন কনীনিকা।

বুধবার ভোর রাতে কনীনিকার মা কল্পনা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত বছর থেকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল তাকে। আর জি কর আন্দোলন চলার সময় কনীনিকা তার মায়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতির মধ্যেও আমজনতা পরিষেবা পাচ্ছেন। তিনি তার মাকে সরকারি হাসপাতালেই ভর্তি করিয়েছিলেন। ৬ মাস ধরে সেখানে চিকিৎসা চলছিল তার মায়ের। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হল না।

Koneenica Banerjee

বুধবার ভোরে সোশ্যাল মিডিয়াতে মায়ের মৃত্যুর খবর জানিয়ে তিনি লেখেন, “একরাশ যন্ত্রণা নিয়ে জানাতে চাই যে, আমাদের প্রিয় মা কল্পনা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে স্বর্গবাসী হয়েছেন।” এই খবর পেয়ে কমেন্ট বক্সে কনীনিকাকে সমবেদনা জানিয়েছেন নেট নাগরিকরা। তার ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব থেকে অনুরাগীরা সকলেই কল্পনা দেবীর আত্মার শান্তি কামনা করার পাশাপাশি এই কঠিন সময় পার করার জন্য কনীনিকাকে সাহস যোগানোর প্রার্থনা জানাচ্ছেন।

আসলে মা কনীনিকার সবথেকে বড় আপনজন ছিলেন। এর আগে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তার মা চাইতেন তিনি ডাক্তার হোন। কিন্তু কনীনিকার বরাবরের ইচ্ছে ছিল তিনি অভিনেত্রী হবেন। সেই পথেই এগিয়েছেন তিনি। পরে মেয়ের সেই সিদ্ধান্তকেই সমর্থন করেন মা। কল্পনা দেবীই কনীনিকার সব থেকে বড় সাপোর্ট সিস্টেম ছিলেন।