৬ মাস এই জিনিস নিয়ে ঢোকা যাবে না কলকাতায়! কড়া নির্দেশ কলকাতা পুলিশের

যতদিন যাচ্ছে ততই আগুন হচ্ছে কলকাতার (Kolkata) পরিস্থিতি। রাজ্য প্রশাসনের উপর ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। সেই সঙ্গে পুলিশের উপরেও বিভিন্ন কারণে রাগ বাড়ছে মানুষের। আরজিকর ঘটনা প্রসঙ্গে প্রশাসনের ভূমিকায় সকলেই ক্ষুন্ন। জায়গায় জায়গায় চলছে প্রতিবাদ কর্মসূচি, ধরনা, মিছিল, অবস্থান বিক্ষোভ। পরিস্থিতি যাতে আরও নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় তার জন্য বিশেষ পদক্ষেপ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)।

কলকাতা পুলিশ প্রশাসন এবার অস্ত্র এবং হাতিয়ার নিয়ে কড়া পদক্ষেপ নিল। বেশ কিছু জিনিস নিয়ে কলকাতাতে ঢোকাই যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে নতুন নির্দেশিকায়। আগামী ছয় মাসের জন্য বেশ কিছু অস্ত্রকে নিষিদ্ধ করা হয়েছে কলকাতায়। ১লা সেপ্টেম্বর থেকে ২৮ শে ফেব্রুয়ারি অর্থাৎ ৬ মাস এই নির্দেশিকা কার্যকর থাকবে। কলকাতা এবং সংলগ্ন এলাকার নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

KOLKATA POLICE

আগস্ট মাসের শেষে শনিবার কলকাতা পুলিশ সুপার বিনিত গোয়েল একটি নির্দেশিকা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় কেউ তলোয়ার, বন্দুক, ভারী ও ধারালো অস্ত্র নিয়ে চলাচল করতে পারবে না। এমনিতেই প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করার উপর আইনি নিষেধাজ্ঞা আছে। তারপরেও কলকাতা পুলিশ কেন এমন নির্দেশিকা জারি করল তা অনেকেরই কাছে বোধগম্য হয়নি।

আরও পড়ুন : “চটি চাটা!”, চূড়ান্ত অপমানের পর মুখ খুললেন নচিকেতা চক্রবর্তী

RG Kar Case

আরও পড়ুন : “সঞ্জয় বলির পাঁঠা, আর একটা ধনঞ্জয়…!’’, জয়জিতের মন্তব্যে তোলপাড়

কলকাতা পুলিশের সূত্রে খবর, আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে বিক্ষোভ বাড়ছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে। সেই কারণেই কড়া হতে হচ্ছে পুলিশকে। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। যা আগামী ৬ মাস মেনে চলতে হবে সবাইকে। অন্যথায় চরম ব্যবস্থা নেবে প্রশাসন।