মেট্রো যাতায়াতকারীদের জন্য রয়েছে একটা বড় আপডেট। এবার থেকে যাত্রী সুরক্ষার্থে কড়া শাস্তির বিধান আনলো কলকাতা মেট্রো। স্টেশনে হলুদ লাইনের লক্ষণ রেখা পার হলেই হবে জরিমানা। মেট্রো স্টেশনের হলুদ লাইন পার হওয়া এখন থেকে দণ্ডনীয় অপরাধ। দুর্ঘটনা এড়াতেই মূলত এই পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো। হলুদ লাইন পার হলে কী শাস্তি হবে জানেন?
মেট্রোর হলুদ লাইন পার হওয়া নিষেধ কেন?
ট্রেন আসার অপেক্ষা করতে করতে অনেক সময় যাত্রীরা লাইনের খুব কাছাকাছি চলে আসেন। এতে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুর্ঘটনা যাতে এড়ানো যায় তার জন্য প্রত্যেকটি স্টেশনে একটি হলুদ লাইন টানা থাকে। কিন্তু তা সত্ত্বেও যাত্রীরা অসাবধানতাবশত প্লাটফর্মের একেবারে কিনারায় চলে আসেন হলুদ লাইন পার হয়ে। অনেকে আবার ট্রেন আছে কিনা উঁকি মেরে দেখতে যান। এটা কিন্তু প্রাণের ঝুঁকি থেকে যায়।
হলুদ লাইন পার হলেই দিতে হবে জরিমানা
মেট্রো কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্ত অনুসারে এবার থেকে যদি কাউকে দেখা যায় হলুদ লাইনের উপর কিংবা লাইন পার হয়ে স্টেশনের কিনারায় গিয়ে দাঁড়িয়েছেন, তাহলে তাকে ২৫০ টাকা জরিমানা করা হবে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই সিদ্ধান্তের কথা। খুব বেশি দিনের পুরনো নয় এই সিদ্ধান্ত। গত ১লা জুন থেকেই চালু হয়েছে।
এ পর্যন্ত কতজনকে জরিমানা করা হয়েছে?
জুন মাসের শুরুতে এই নতুন নিয়ম চালু হলেও এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে একজনকেও লাইন পার হওয়ার দরুণ জরিমানা করা হয়নি। আর এতেই কার্যত চটেছেন যাত্রীরা। কারণ মেট্রোর তরফ থেকে নিয়ম জারি করার পরেও অনেকের মধ্যে হলুদ লাইন পার হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এখনো। অথচ মেট্রো নাকি কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এদিকে কলকাতা মেট্রো জানিয়ে দিয়েছে নতুন নিয়মে কতজনকে জরিমানা করা হয় সে কিংবা কত টাকা আদায় করা হয়েছে সেই হিসেবে তাদের কাছে নেই।
আরও পড়ুন : অবশেষে কলকাতায় চালু হচ্ছে মেট্রো রিং, এসপ্ল্যানেড থেকে সল্টলেক এবার এক ঝটকায়
আরও পড়ুন : বদলে গেল টিকিট রিজার্ভেশনের নিয়ম! টিকিট নিয়ে দালালির দিন এবার শেষ
কী বলছেন যাত্রীরা?
যাত্রীদের অভিযোগ মেট্রোর এই নিয়মের পরেও এখনো বহু যাত্রী হলুদ লাইন পার হচ্ছেন দিব্যি। শুধু তাই নয় অনেকে তো হলুদ লাইনের উপর দাঁড়িয়ে মিনিটের পর মিনিট ফোনে কথা বলেই চলেছেন। সব দেখেও মেট্রো কোনও ব্যবস্থা নিচ্ছে না। যেন দায়সারাভাবে একটা নিয়ম চালু করে দেওয়া হয়েছে। সেই নিয়মের গ্রহণযোগ্যতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ যাত্রীরা তো এখনো নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি হলুদ লাইন পারাপার হচ্ছেন।