ফের একবার বাস ধর্মঘটের ডাক দিচ্ছেন পশ্চিমবঙ্গের বেসরকারি বাস মালিকরা। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্টারা রিজন বাস অ্যাসোসিয়েশন, এই ৫ গোষ্ঠী যৌথভাবে বাস চলাচল বন্ধের হুঁশিয়ারি দিচ্ছে। রাজ্য সরকার তাদের দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে দাবি করছেন। যার ফলে চূড়ান্ত হয়রানির মুখে পড়তে পারেন যাত্রীরা।
বাস চলাচল বন্ধ থাকবে কোথায় কোথায়?
প্রধানত কলকাতা শহরে বাস চলাচল বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন বেসরকারি বাস মালিকরা। তাদের দাবি রাজ্য সরকার তাদের পাঁচ দফা দাবি না মেনে নিলে তারাও আর রাস্তায় বাস নামাবেন না। পরিবহন বাঁচাও কমিটির তরফ থেকে সম্প্রতি এই মর্মে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। যেখানে ৩ দিনের জন্য বাস চলাচল বন্ধ করার ঘোষণা হয়েছে।
কতদিন বাস বন্ধ থাকবে?
পরিবহন বাঁচাও কমিটি যে ঘোষণা করেছে তাতে তারা জানিয়েছে ২২, ২৩ এবং ২৪ শে মে, এই তিনটে দিন কলকাতার রাস্তায় বাস চলাচল করবে না। মুখ্যমন্ত্রীর কাছেও ইতিমধ্যেই তাদের তরফ থেকে চিঠি গিয়েছে। সরকার যদি ২০ শে মের মধ্যে তাদের দাবি পূরণ না করে সে ক্ষেত্রে তারা সত্যি সত্যিই বাস নামানো বন্ধ করে দেবেন রাস্তায়।
বাস মালিকদের দাবি কী কী?
জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সেক্রেটারি তপন বন্দ্যোপাধ্যায়, বাস-মিনিবাস অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রদীপ বসু সংবাদ মাধ্যমের কাছে তাদের তিন দফা দাবি পেশ করেছেন। সেগুলি হল,
আরও পড়ুন : বদলে যাবে একাধিক মেট্রো স্টেশনের নাম! প্রকাশ্যে নতুন নামের লিস্ট
- ১. সরকারের তরফ থেকে পুরনো এবং বৈধ সময়ে সীমা পেরোনো বাস রাস্তা থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বাস মালিকরা বলছেন তাদের নতুন বাস কেনার সামর্থ্য নেই। তাই অন্তত এই মেয়াদ উত্তীর্ণ বাসগুলোকে আরও ২ বছর চালানোর অনুমতি দিতে হবে।
- ২. ২০১৮ সাল থেকে বাসের টিকিটের মূল্য বাড়ানো হয়নি। কিন্তু গত কয়েক বছরে জ্বালানি থেকে শুরু করে বাসের ছোটখাট যন্ত্রাংশ, অন্যান্য খরচ বেড়েছে। তাই এতে বাস মালিকদের লোকসান হচ্ছে। তাই সরকারকে এবার বাসের ভাড়া বাড়াতে হবে।
- ৩. তাদের পরবর্তী অভিযোগ পুলিশকে নিয়ে। পুলিশ রাস্তায় বাস থামিয়ে অন্যায় ভাবে জরিমানা করে। পুলিশের এই খারাপ ব্যবহার অবিলম্বে বন্ধ হওয়া উচিত। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন : বাড়ল গরমের ছুটি! কতদিন বন্ধ থাকবে স্কুল?
২০শে মে এর মধ্যে যদি সরকারের তরফ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বাস মালিকরা। ২২, ২৩ এবং ২৪ শে মে সব বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকবে। এতে যাত্রী এবং ছাত্র-ছাত্রীদের বেশ সমস্যায় পড়তে হবে।