টলিউড (Tollywood) অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) তার অভিনয় ক্ষমতার জেরে স্টারকিড ইমেজ পেছনে ফেলে দিয়েছেন। সকলে তাকে রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) -র কন্যা হিসেবে নয়, একজন অভিনেত্রী হিসেবে চেনেন। সেই সঙ্গে ব্যক্তিগতভাবে কোয়েল মল্লিককে ভীষণ সম্মান এবং শ্রদ্ধাও করেন সাধারণ মানুষ। ইনিই টলিউডের একমাত্র অভিনেত্রী যার জীবনে কোনও বিতর্ক নেই।
২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন কোয়েল। সেই সময় অবশ্য টলিউড অভিনেতা জিতের সঙ্গে তার প্রেমের খবর নিয়ে বেশ চর্চা ছিল ইন্ডাস্ট্রির অন্দরে। তাদের রোমান্স যেমন পর্দায় ভীষণ হিট ছিল, তেমনই বাস্তবে তাদের প্রেম নিয়েও জল্পনা শুরু হয়। যদিও সেসব গুঞ্জনে জল ঢেলে তিনি বিয়ে করেন নিসপাল সিং রানে (Nispal Singh Rane) -কে।
নিসপাল সিং রানে হলেন টলিউডের একজন প্রযোজক। বিয়ের আগে তার সঙ্গে কোয়েলের সাত বছরের সম্পর্ক ছিল। ২০১৩ সালে তাদের বিয়েটা হয়। এই বছর তাদের বিয়ের দশ বছর পূর্ণ হল। বিয়ের ১০ বছরের মাথায় নিসপাল এবং কোয়েলের প্রেম ও বিয়ে নিয়ে একাধিক অজানা তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমের পাতায়।
সম্পর্ক শুরু হওয়ার পর ৭ বছর কেটে গেলেও কোয়েল বিয়ের জন্য রাজি হচ্ছিলেন না। একটা সময় পর তার বাড়ি থেকে তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হতে থাকে। নিসপাল এবং কোয়েলের সম্পর্কের কথা তাদের দুই পরিবারই জানত। তবে কোয়েলের বাবা-মা জানতেন মেয়ের ইচ্ছে না হলে সে বিয়ে করবে না।
একবার একটি সাক্ষাৎকারে নিজের বিয়ের সম্পর্কে মজার একটি ঘটনার কথা জানান কোয়েল। কোয়েল বলেন একদিন সকালে ঘড়িতে যখন ঠিক সাড়ে আটটা বাজছে, তখন তিনি তার মাকে আচমকাই জানান এবার তিনি বিয়ে করতে চান। তার কথা শুনে প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিলেন মা। কিন্তু মেয়েকে আর দ্বিতীয়বার ভেবে দেখার সুযোগ তিনি দেননি।
আরও পড়ুন : টলিউডের এক নম্বর নায়িকা, ছবি পিছু কোয়েল মল্লিক কত টাকা পারিশ্রমিক নেন জানেন?
তৎক্ষণাৎ কোয়েলের বাড়ি থেকে নিসপালের বাড়িতে ফোন যায়। যখন নিসপালকে ফোন করা হয় তখন তিনি ঘুমোচ্ছিলেন। বিয়ের কথা বলার পর তিনি কোয়েলকে ফোন করে বলেন, “এত তাড়াতাড়ি?” কোয়েল পাল্টা প্রশ্ন করেন, “মানে?” অবশ্য এরপর আর দেরি হয়নি মল্লিক ও রানে পরিবারে বিয়ের সানাই বাজতে।
আরও পড়ুন : যৌনতার প্রস্তাব দিয়ে কোটি টাকার টোপ! কোয়েলের পাল্টা জবাবে গর্বিত বাবা রঞ্জিত মল্লিক