দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। ছেলে কবীরের জন্মের ৪ বছরের মাথায় কোয়েল এবং নিষ্পাল রানের কোল আলো করে এলো ছোট্ট সন্তান। ছেলে হল না মেয়ে? সোশ্যাল মিডিয়াতে সেই খবর শেয়ার করলেন কোয়েল এবং তার স্বামী। স্বাভাবিকভাবেই উপচে পড়ছে নেট নাগরিকদের শুভেচ্ছা বার্তা।
ছেলে কবীরের পর এবার এক কন্যা সন্তানের মা হলেন কোয়েল মল্লিক। দুর্গাপূজোর আগেই প্রেগনেন্সির সুখবর শুনিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন তাদের পরিবার এবার বড় হতে চলেছে। বড় দাদার দায়িত্ব পেতে চলেছে কবীর। অবশেষে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। ১৪ ই ডিসেম্বর সকালে মেয়ের জন্ম দিলেন কোয়েল। সোশ্যাল মিডিয়াতে এই সুখবর দিতেই উপচে পড়লো শুভেচ্ছা বার্তা।
শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু করে মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেন, আকৃতি কক্কর, ইশা সাহা, ঐন্দ্রিলা সাহা, ঋদ্ধিমা সেনের মত টলিউড তারকেরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। মা এবং মেয়ে দুজনেই সুস্থ আছেন। তবে সদ্যোজাত মেয়ের ছবি এখনই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেননি তারা। একটা ডিজিটাল কার্ড শেয়ার করে কোয়েলের ফেসবুকে লেখা হয়েছে, “আমরা একটা কন্যা সন্তান পেয়েছি।”
আরও পড়ুন : ৬ বছরের সম্পর্ক গেল ভেঙে! কেন আলাদা হলেন দেব এবং রুক্মিণী?
View this post on Instagram
আরও পড়ুন : বাংলা ছবির এই অভিনেত্রী দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের নাতনি
উল্লেখ্য, গত এক বছরে টলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন। গত বছরই দ্বিতীয়বার বাবা হয়েছিলেন জিত। মেয়ের পর এবার একটি পুত্র সন্তানের মুখ দেখেছেন তিনি। অন্যদিকে কোয়েলের মতোই প্রথমবার পুত্র সন্তানের পর দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলীও। আর এবার কোয়েলও বছরের শেষ প্রান্তে এসে দিলেন এই সুখবর।