ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি, এই নামটার সঙ্গে নেট নাগরিকরা বেশ পরিচিত। না তিনি কোনও বড় অভিনেতা, পরিচালক, প্রযোজক কেউই নন। তবুও তাকে বলিউড থেকে হলিউড, বড় বড় ব্যক্তিদের পাশে দেখা যায় ছবি তুলতে। সেই প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়াতে ওরিকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল প্রবল। আর এই কৌতুহলই তাকে রাতারাতি বিখ্যাত করে তুলেছে। তার আজকের এই জনপ্রিয়তার পেছনে রয়েছেন বলিউডেরই এক সুন্দরী। বর্তমানে তিনি ওরির ম্যানেজার। তিনি কে জানেন?
ওরির ম্যানেজার আসলে কে?
যেদিন থেকে ওরিকে সোশ্যাল মিডিয়াতে বড় বড় তারকাদের পাশে দেখা যেতে শুরু করলো, সেই দিন থেকেই সাধারণ মানুষের মনে তাকে নিয়ে অনেক প্রশ্ন। তিনি কে? কী করেন? তারকাদের সঙ্গে তার এত ভাব জমলো কেমন করে? কীভাবে তিনি কোটিপতি হলেন? এইসব। তবে জানেন কি এইসব প্রশ্ন কিন্তু আপনার মনে সযত্নে ঢুকিয়ে দেওয়া হয়েছে? আর সেই কাজটি করেছেন কিম শর্মা। চিনতে পারছেন এই অভিনেত্রী কে? মোহাব্বাঁতে সিনেমার সঞ্জনা বললে নিশ্চয়ই চিনতে পারবেন তাকে?
মোহাব্বাঁতে সিনেমার সেই অভিনেত্রী একটি সিনেমার পরপরই বলিউড থেকে হারিয়ে গেলেন। তবে তিনি কিন্তু বাস্তবে বলিউড ছাড়েননি। বরং ক্যামেরার সামনে না এসে ক্যামেরার পেছনে থেকেই তিনি একের পর এক বাজিমাত করেছেন। মোহাব্বাতে সিনেমার পর তুমছে আচ্ছা কৌন হে, লেডিস টেলার, লুট এরকম বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু সেসব সিনেমা চলেনি। কিম এরপর কেনিয়া নিবাসী ব্যবসায়ী আলি পুঞ্জানিকে বিয়ে করে কেনিয়া চলে যান। কিন্তু কয়েক বছরের মধ্যেই ডিভোর্স নিয়ে তিনি আবার দেশে ফিরে আসেন।
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘মোহাব্বাতে গার্ল’ প্রীতি? এখন কেমন দেখতে হয়েছে তাকে দেখুন
আরও পড়ুন : মোহাব্বাতে সিনেমার তারকারা আজ কোথায়? এখন কী করছেন তারা?
ভারতে ফিরে কিমের কেরিয়ারের নতুন এক অধ্যায় শুরু হল। কর্নারস্টোন নামের একটি এজেন্সির একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এখন তিনি। তার এই কোম্পানি বলিউডের বড় বড় সেলিব্রিটিদের প্রোফাইল মেইনটেইন করে। তাদের মধ্যে ওরিও একজন। কিমের কথায়, “ওরির চারপাশে সবাই যে রহস্য দেখতে পান তা আমাদের স্ট্র্যাটেজির একটি বড় অংশ। আমরা ইচ্ছাকৃতভাবেই এই প্রশ্নের উত্তর দিই না। আমার মনে হয় ওরি সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্টগুলোর মধ্যে একজন। তিনি সত্যিই একজন অত্যন্ত বুদ্ধিমান এবং টার্গেট ওরিয়েন্টেড ব্যক্তি!” অর্থাৎ ওরির এমন ভাইরাল হওয়ার পেছনে রয়েছেন কিম। তিনি নিজে সেভাবে জনপ্রিয়তা পাননি ঠিকই কিন্তু তার এবং তার টিমের বুদ্ধিতে এখন বলিউড তারকরা ভাইরাল ইন্টারনেট দুনিয়ায়।