আসছে নতুন সিরিয়াল! জনপ্রিয় নায়কের বিপরীতে সিরিয়ালে ফিরছেন খেয়ালী মন্ডল

আসছে আরও একটা নতুন সিরিয়াল। বহু সময় পর আবার টেলিভিশনের পর্দায় ফিরছেন আলতা ফড়িং, মিলি খ্যাত অভিনেত্রী খেয়ালী মন্ডল (Kheyali Mondal)। তার বিপরীতে থাকবেন জনপ্রিয় নায়ক। কবে কোন চ্যানেলে আসবে এই নতুন সিরিয়াল? কী নাম সিরিয়ালের? জানুন বাংলা টেলিভিশনের এই নতুন সিরিয়ালের সম্পর্কে বিশেষ আপডেট।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এবার বাংলা টেলিভিশনের পর্দায় দেখা যাবে দুই বোনের গল্প। একটি যৌথ পরিবারের নানা ঘটনার ঘনঘটা এবং সদস্যদের জীবনের নানা কাহিনী ধরা পড়বে এই সিরিয়ালে। নায়িকার ভূমিকায় থাকছেন খেয়ালী মণ্ডল। তার বিপরীতে নায়ক থাকবেন সৈয়দ আরেফিন (Syed Arefin)। আর সেই সঙ্গে ‘অনুরাগের ছোঁয়া’র লাবণ্য ওরফে রূপাঞ্জনা মিত্রকেও দেখা যাবে বিশেষ একটি চরিত্রে।

Syed Arefin And Kheyali Mondal

বাংলা টেলিভিশনের পর্দায় এই প্রথমবার জুটি বাঁধবেন আরেফিন এবং খেয়ালী। খেয়ালীকে শেষবার মিলি সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল। আর আরেফিনকে দেখা গিয়েছিল জি বাংলার যোগমায়াতে। কিন্তু এই দুটি সিরিয়াল টিআরপির অভাবে বন্ধ হয়ে যায়। এবার নতুন সিরিয়ালের হাত ধরে আবার ক্যামেরায় ফিরবেন এই দুই জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী।

আরও পড়ুন : চোখের বালির বিনোদিনী এখন কোথায়? অভিনয় ছেড়ে এখন কি করছেন অভিনেত্রী?

Kheyali Mondal

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! জনপ্রিয় নায়কের বিপরীতে সিরিয়ালে ফিরছেন খেয়ালী মন্ডল

যতদূর জানা যাচ্ছে এই ধারাবাহিকের প্রোমো শুটিং হয়ে গিয়েছে। তবে জি বাংলা কিংবা স্টার জলসাতে নয়, এই সিরিয়ালের সম্প্রচার হবে সান বাংলায়। সিরিয়ালটির সম্প্রচারের দিনক্ষণও জানা যায়নি এখনও। তবে সম্ভবত জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুতেই নতুন সিরিয়ালের সম্প্রচার শুরু হয়ে যাবে।