৩.৫ লাখ দর্শক দেখল খাদান! কত টাকা আয় করলো দেবের সিনেমা?

৭ দিনেই রেকর্ড আয়! কয়েক লক্ষ মানুষ দেখে ফেললেন দেবের খাদান (Khadaan) সিনেমা। বাজেটের থেকেও বেশি টাকা উঠে এল প্রথম সপ্তাহেই। খাদানের সঙ্গে মুক্তি পেয়েছিল আরও তিন তিনটি সিনেমা, সন্তান, ৫ নম্বর স্বপ্নময় লেন এবং চালচিত্র। কী অবস্থা সেগুলোর? দেখুন বছরের শেষ লগ্নে মুক্তি পাওয়া ৪টি বাংলা সিনেমা এক সপ্তাহে বক্স অফিসে কে কত টাকা তুলল।

মুক্তির পর এক সপ্তাহে সাড়ে তিন লক্ষ মানুষ দেবের সিনেমার টিকিট কিনেছেন। ২০ শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল খাদান। ২৭ শে ডিসেম্বর পর্যন্ত খাদানের বক্স অফিস কালেকশন ৭ কোটি ২৬ লক্ষ টাকা। এই সিনেমার বাজেট ছিল ৬ কোটি টাকা। অর্থাৎ খাদান বাজেটের থেকে বেশি টাকা তুলে ফেলেছে প্রথম সপ্তাহেই। আগামী দিনে এর ব্যবসা বাড়বে আরও কয়েকগুণ।

Shontaan

অন্যদিকে খাদানের সঙ্গেই মুক্তি পেয়েছিল আরও তিনটি সিনেমা। শুভশ্রী গাঙ্গুলী, ঋত্বিক চক্রবর্তী, মিঠুন চক্রবর্তীদের সন্তান, চালচিত্র এবং খরাজ মুখার্জী, অপরাজিতা আঢ্যদের ৫ নম্বর স্বপ্নময় লেন সিনেমাগুলির ব্যবসাও নেহাত খারাপ নয়।

আরও পড়ুন :  সেলফি তুলতে গিয়ে দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ! ‘খাদান’ সিনেমার এই অভিনেত্রী আসলে কে?

আরও পড়ুন : টলিউডের নতুন ক্রাশ! ইধিকা পালের আসল নাম কী? ৯৯% মানুষ জানেন না

গত ৭ দিনে মাল্টিপ্লেক্সে খাদান ১ কোটি ২৪ লক্ষ, সন্তান ৫৬ লক্ষ ১৩ হাজার টাকা, চালচিত্র এবং ৫ নম্বর স্বপ্নময় লেন যথাক্রমে ১৪ লক্ষ ৪২ হাজার টাকা এবং ৮ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যবসা করেছে। পুজোয় মুক্তি পাওয়া বহুরূপীও এই কদিনের মধ্যে ৬৬ হাজার টাকা ব্যবসা করেছে। যার ফলে বহুরূপীর মোট আয় ৫ কোটি ৫৬ লক্ষ টাকা।