ভাঙলো সব রেকর্ড! কত কোটি টাকা ঘরে তুলল দেবের খাদান?

দেবের রেকর্ড ভাঙতে পারেন একমাত্র তিনিই। আরও একবার সেটা প্রমাণ করে দিলেন অভিনেতা। তার খাদান সিনেমাটি এখন টলিউডের সেনসেশন। গত বছরের শেষের দিকে মুক্তি পেয়ে এখনো পর্যন্ত রমরমিয়ে চলছে খাদানের ব্যবসা। টলিউডের সব রেকর্ড ভেঙে অপ্রতিরোধ্য খাদান। জানেন কি এখনও পর্যন্ত কত টাকা রোজগার করে ফেলেছে এই সিনেমা?

বক্স অফিসে এখনও ৫০ দিনের গণ্ডি পার হয়নি। এরই মধ্যে খাদান ২০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। নন্দিতা-শিবপ্রসাদের বহুরূপীকেও এই দিক দিয়ে পেছনে ফেলে দিয়েছে দেবের সিনেমা। বহুরূপী ছবি মুক্তির ৬৮তম দিনে ১৭.২৫ কোটি টাকা আয় করেছিল। এতদিনে ১০০ দিন পেরিয়ে গিয়েছে এই সিনেমার। সিনেমা বিশেষজ্ঞদের অনুমান বহুরূপী এতদিনের কুড়ি কোটি টাকার গন্ডি পেরিয়েছে। সেই জায়গায় খাদানে এর কুড়ি কোটির গন্ডি পার হতে সময় লাগলো অর্ধেক।

Khadaan

সাম্প্রতিক সুরিন্দর প্রিন্সের তরফ থেকে জানানো হয়েছে বাংলার একশন ঘরানার সিনেমা গুলোর মধ্যে প্রথম সিনেমা হিসেবে খাদান ২০ কোটির গণ্ডি পার করে ফেলল। সিনেমাটি মুক্তি পেয়েছিল গত বছরের ২০ শে ডিসেম্বর। মুক্তির দিনে ৮৪ লক্ষ টাকা ঘরে তুলে ফেলেছিল খাদান। দ্বিতীয় দিনেই কোটি টাকা পার করে ফেলেছিল উপার্জনের নিরিখে। এই সিনেমাতে আবার দেবের ডবল রোল ছিল। তার সঙ্গে ছিলেন দুই নায়িকা বরখা বিস্ত এবং ইধিকা পাল। উপরি পাওনা হিসেবে ছিলেন যীশু সেনগুপ্ত। সিনেমার গল্প, একশন, কাস্টিং, সিনেমাটোগ্রাফি, সবেতেই ছক্কা হাঁকিয়েছে খাদান।

আরও পড়ুন : রুক্মিণীর সঙ্গে রেষারেষি শুভশ্রীর! চরম বিরক্ত দেব

Khadaan

আরও পড়ুন : খাদানের সাফল্যে হিংসেয় জ্বলছেন রাজ! নাম না করেই ধুয়ে দিলেন দেব

দেবের চাঁদের পাহাড় সিনেমাটি ছিল টলিউডের প্রথম সিনেমা যেটি ২০ কোটি টাকা আয় করেছিল। চাঁদের পাহাড়ের আয় ছিল ২২.৫০ কোটি টাকা। দেবের পরের ছবি আমাজন অভিযান সেই রেকর্ড ভেঙ্গেছিল। খাদান কি ওই দুটি সিনেমার আয়কে টপকে গিয়ে নতুন রেকর্ড করতে পারবে? সেটাই এখন দেখার।