আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী, বর্তমানে টলিউডের অন্যতম সেরা মিষ্টি জুটি। যদিও মিঠাই সিরিয়াল চলার সময় থেকে এই জুটির সম্পর্ক নিয়ে ব্যাপক কাটাছেঁড়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বহু রকম ভাবে কটাক্ষের শিকার হতে হয়েছে দুজনকেই। তবুও একে অপরের হাত কখনও ছাড়েননি তারা। বরং সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে আদৃত এবং কৌশাম্বী এখন স্বামী-স্ত্রী। কিন্তু আদৃতের আগেও কৌশাম্বীর আরেকটি প্রেম ছিল। তিনিও কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরের লোক। জানেন কি কে ছিলেন কৌশাম্বী চক্রবর্তীর প্রথম ভালোবাসা?
কৌশাম্বী চক্রবর্তী প্রথম প্রেমিক কে ছিলেন?
ফুলকির পারমিতা তথা কৌশাম্বী একবার দিদি নাম্বার ওয়ান এর সেটে এসে নিজের মুখেই তার প্রথম প্রেমিকের ব্যাপারে কথা বলেছিলেন। জানিয়েছিলেন তিনি অনেক বছর থেকে একটি সম্পর্কে ছিলেন। কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায়। তারপর কৌশাম্বী সিদ্ধান্ত নেন আর তিনি প্রেম করবেন না। তার কথায়, “আর নয়, ন্যাড়া একবারই বেলতলায় যায়।” প্রথম ভালবাসা থেকে আঘাত পাওয়ার পর আর দ্বিতীয়বার প্রেমে পড়তে নারাজ ছিলেন তিনি। কিন্তু আদৃত তার জীবনে এসে সব উলটপালট করে দেন।
কৌশাম্বী বলেছিলেন তার জীবনে প্রথম ভালোবাসা যখন আসে তখন তিনি খুবই ছোট। তার প্রথম প্রেমিকও ইন্ড্রাস্ট্রিরই মানুষ ছিলেন। তবে তিনি অভিনেতা ছিলেন না। কৌশাম্বীকে অভিনয়ের ব্যাপারে তিনি অনেক সাহায্য করেছিলেন। প্রথম প্রথম দাদা বলে ডাকলেও পরে তাদের সম্পর্ক হয়। সেই প্রেম ভেঙে যাওয়ার পর কৌশাম্বী সিঙ্গেল জীবনটাই বেছে নিয়েছিলেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় একটি ছবি যেখানে কৌশাম্বীর সঙ্গে এক অচেনা পুরুষকে দেখে অনেকেই তাকে কৌশাম্বীর প্রেমিক বলে দাবি করতে শুরু করেন। যদিও সেই ছবির সত্যতা কিংবা ওই পুরুষের পরিচয় নিয়ে কোনদিনও মুখ খোলেনি অভিনেত্রী।
আরও পড়ুন : ঐশ্বর্যের জন্য ঠকিয়েছিলেন প্রেমিকাকে! এই অভিনেত্রীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন অভিষেক বচ্চন
আরও পড়ুন : তোর নাম সিনেমার নায়ক এবং নায়িকা এখন কোথায়? দেখুন কেমন দেখতে হয়েছে তাদের
আদৃত রায়ের সঙ্গে নতুন প্রেম
মিঠাই সিরিয়ালে অভিনয় করতে করতে আদৃত এবং কৌশাম্বী কখন যেন একে অপরকে মন দিয়ে বসেন। এই সিরিয়ালের গল্প অনুসারে তারা কিন্তু ছিলেন দিদি আর ভাই। বেশ কয়েক মাস তারা তাদের সম্পর্কের কথা লুকিয়ে রেখেছিলেন। কিন্তু ক্রমশ সব জানাজানি হয়ে যায়। ২০২৪ সালের মে মাসে ধুমধাম করে আদৃত ও কৌশাম্বীর বিয়ে হয়। কৌশাম্বী বর্তমানে ফুলকি সিরিয়ালের পারমিতার চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে আদৃত রায় রয়েছেন মিত্তির বাড়ির নায়ক হিসেবে।