আবারও টিভির পর্দায় ফিরলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এসে গেল কৌন বানেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati) নতুন সিজন। কেবিসি ১৬ (KBC 16) নিয়ে দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। নতুন সিজন এসেছে এক গুচ্ছ নতুন নিয়ম নিয়ে। এবার শো থেকে নাকি দ্বিগুণ টাকা জিততে পারবেন প্রতিযোগীরা। কেবিসি এর কোন কোন নিয়মে পরিবর্তন এলো? জেনে নিন এক নজরে।
এবার এক বড়সড় টুইস্ট নিয়ে এসেছে কেবিসি। সম্প্রতি নতুন সিজনের প্রোমো প্রকাশ্যে এসেছে। নতুন পরিবর্তনের কথা সেখানেই জানিয়েছেন অমিতাভ বচ্চন। তার কথায় এবার শো থেকে জয় হবে দ্বিগুণ। খেলার সময় থাকবে দুগনাস্ত্র। অর্থাৎ এতে প্রতিযোগীরা যে পরিমাণ টাকা জিতবেন তা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে তার জন্য একটি প্রশ্ন থাকবে। যার কোনও বিকল্প থাকবে না।
জানানো হয়েছে যে পঞ্চম প্রশ্নের পর সুপার প্রশ্নটি আসবে। যার জন্য কোনও লাইফ লাইন থাকবে না। প্রতিযোগী সেই সময় সঠিক উত্তর দিলে তার টাকা দ্বিগুণ বেড়ে যাবে। এর ফলে প্রতিযোগীরা ৬ নম্বর প্রশ্ন থেকে ১০ নম্বর প্রশ্নে তাদের জয় দ্বিগুণ করার সুযোগ পাবেন। যদি নবম প্রশ্নে কেউ সুপার পাওয়ার ব্যবহার করেন, যার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা, তাহলে তিনি সঠিক উত্তর দিলে বোনাস হিসেবে আরও ১ লক্ষ ৬০ হাজার টাকা পেয়ে যাবেন।
আরও পড়ুন : বড় হয়ে গেল সোনা-রূপা, সোনা-রূপা চরিত্রে অভিনয় করবেন এই দুই অভিনেত্রী
আরও পড়ুন : এই সপ্তাহের বেঙ্গল টপার কে? প্রকাশ্যে সেরা দশের তালিকা
দীর্ঘদিন ধরে কেবিসিতে একই নিয়ম চলে আসছিল। হট সিটে বসে পাঁচ থেকে সাত কোটি টাকার প্রশ্নের উত্তর দিতে হয়। সেই সময় চারটে লাইফ লাইন ব্যবহার করা যায়। এবার এই নিয়মে কিছুটা পরিবর্তন এল। দুগনাস্ত্র ব্যবহার করলে প্রতিযোগীরা দ্বিগুণ টাকা পাবেন। স্বাভাবিকভাবেই দর্শকদের জন্যেও বিনোদনের নতুন মাত্রা সংযোজন করবে এই নতুন নিয়ম। ১২ ই আগস্ট থেকে সোম থেকে শুক্রবার রাত ৯.০০টায় সম্প্রচারিত হবে কেবিসি ১৬।
View this post on Instagram