হানিমুনে করিশ্মাকে বন্ধুদের সঙ্গে শুতে বাধ্য করেছিল, সেই স্বামীর কাছেই ফিরে গেলেন করিশ্মা?

কিছুদিন আগেই মুম্বাইয়ের একটি পার্টিতে করিশ্মা কাপুর (Karisma Kapoor) এবং তার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরকে (Sunjay Kapoor) একসঙ্গে দেখে চোখ রীতিমত কপালে ওঠে সকলের। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ওই ছবি দেখে অনেকে আন্দাজ করতে থাকেন তাহলে হয়তো এবার পুরনো মান-অভিমান ভুলে করিশ্মা এবং সঞ্জয়ের ভাঙা সংসার আবার জোড়া লাগতে চলেছে।

করিশ্মা এবং সঞ্জয়ের ছেলে কিয়ান রাজ কাপুরের জন্মদিন উপলক্ষে দুই প্রাক্তনকে একত্রে একটি রেস্টুরেন্টে দেখা গিয়েছিল। সেই ছবি এবং ভিডিও ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। অবশ্য এদিন সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী প্রিয়া সচদেবও উপস্থিত ছিলেন এই পার্টিতে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হওয়ার পর করিশ্মা এবং সঞ্জয়ের অতীতের প্রসঙ্গ উঠতে থাকে।

KRISHMA KAPOOR

করিশ্মা কাপুর এবং সঞ্জয় কাপুরের বিয়ে হয়েছিল ২০০৩ সালে। তারা অবশ্য একত্রে খুব বেশিদিন সংসার করতে পারেননি। তাদের এক পুত্র এবং কন্যা সন্তানের জন্ম হয়। তবে ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। যদিও ডিভোর্সের অনেক আগে থেকেই অবশ্য আলাদা থাকতে শুরু করেন করিশ্মা। স্বামী এবং শাশুড়ির প্রতি শারীরিক ও মানসিক হেনস্থা করার অভিযোগ এনেছিলেন তিনি।

করিশ্মা তার স্বামীর বিরুদ্ধে বিয়ের পরপরই একটি ভয়ংকর অভিযোগ আনেন। প্রতিনিয়ত শারীরিক এবং মানসিক নিগ্রহ আর নির্যাতন তো ছিলই, সঞ্জয় কাপুর নাকি মধুচন্দ্রিমাতে করিশ্মাকে তার বন্ধুদের সামনে নিলামেও তুলেছিলেন বলে অভিযোগ করেন অভিনেত্রী। এরপরেও অবশ্য বিয়ে সম্পর্কটাকে টিকিয়ে রেখেছিলেন করিশ্মা।

KRISHMA KAPOOR

করিশ্মা ছিলেন তৎকালীন সময়ের দাপুটে অভিনেত্রী। তবে পরিবারের সম্মানের কথা ভেবে তিনি শ্বশুরবাড়িতে অনেক নিগ্রহ মুখ বুজে সহ্য করেছিলেন। দশ বছর এইভাবে দাম্পত্য টিকিয়ে রাখার পর তার ধৈর্যচ্যুতি হয়। শ্বশুরবাড়িতে স্বামী এবং শাশুড়ির হাতে মার খেতে হত তাকে। এমনকি গর্ভাবস্থাতেও নাকি তার গায়ে হাত তুলতেন সঞ্জয় কাপুর এবং তার মা।

KRISHMA KAPOOR

২০১৩ সালে সঞ্জয়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন করিশ্মা। তিন বছরের মাথায় তারা আইনত আলাদা হয়ে যান। ২০১৭ সালেই প্রিয়াকে বিয়ে করেন সঞ্জয়। আর করিশ্মা এখন তার দুই সন্তানকে নিয়ে বেশ সুখে সংসার করছেন। বাবার সঙ্গে অবশ্য সন্তানদের সম্পর্ক বেশ ভালই। ছেলের জন্মদিনেও যেমন নির্দ্বিধায় অতীত ভুলে হাসিমুখে ফ্রেমবন্দী হলেন সঞ্জয় এবং করিশ্মা।