করিনা কাপুরের সম্পত্তির পরিমাণ কত? টাকার অংক শুনলে নীতা আম্বানিও লজ্জা পাবে

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী হলেন করিনা কাপুর (Kareena Kapoor)। বছরের পর বছর ধরে একাধিক সিনেমায় অভিনয় করে দর্শক মনে  নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তবে এই অভিনেত্রীর সম্পত্তি পরিমাণ শুনলে আপনি রীতিমতো হা হয়ে যাবে। চলুন জেনে নিই কত কোটি টাকার সম্পত্তির মালিক এই অভিনেত্রী।

একদিকে তিনি কাপুর পরিবারের আদরিণী কন্যা ‘বেবো’, অন্যদিকে পতৌদি পরিবারের বৌমা। অভিষেক বচ্চনের সাথে রিফিউজি ছবিতে করিনার বলিউডে অভিষেক হয়। তবে কেরিয়ারের শুরু থেকেই করিনা হিট মেশিন। স্মার্ট অভিনয়ের কারণে শুরু থেকেই তার একের পর এক ছবি বক্স অফিসে সফল হয়েছে।

KAREENA KAPOOR

এছাড়াও বলিউডের অন্যতম নবাব পাওয়ার কাপল সইফ আলি খান ও করিনা কাপুর খান সর্বদাই শিরোনামে থাকেন। বিয়ে করার আগে একে অপরের কো-স্টার হিসেবেই কাজ করেছেন এই পাওয়ার কাপল। টশন ছবির সেটে প্রেমের শুরু। তবে করিনা কাপুরের বিলাসবহুল জীবন যা বরাবরই অবাক করে ভক্তদের। অভিনেত্রী আর সাইফ এখন মুম্বাইয়ে যে বাড়িতে থাকেন তার মূল্যই ৮০০ কোটি টাকা।

এছাড়াও করিনার ব্যাক্তিগত সম্পত্তিও কম নেই। মুম্বইতে ৪ বিএইচকে ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। অভিনেত্রীর বিলাসবহুল ফ্ল্যাটের দাম ৫৫ কোটি টাকা।মুম্বাই ছাড়াও সুইজারল্যান্ডেও একটি আলিশান আবাসিক সম্পত্তি রয়েছে অভিনেত্রীর। রিপোর্টে জানা গেছে ওই বাড়ির দাম ৩৩ কোটি টাকা। আবার কাজের ফাঁকে সময় পেলে বিদেশ সফরে যেতে পছন্দ করেন করিনা কাপুর খান।

SHARMILA TAGORE AND KAREENA KAPOOR

বাড়ির পাশাপাশি করিনার গাড়ির তালিকাও দীর্ঘ। সম্পত্তি ছাড়াও ১.৪০ কোটি মূল্যের মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাস গাড়ি রয়েছে করিনার। এছাড়াও অডি কিউ৭, লেক্সাস এল এক্স ৪৭০ যার দাম ২.৩২ কোটি টাকা। এবং রেঞ্জ রোভার স্পোর্ট এসইউভি যার দাম প্রায় ১ কোটি টাকা। রিপোর্টে জানা গেছে, করিনা কাপুর খানের মাসিক বেতন প্রায় ১.৫ কোটি টাকা। এবং অভিনেত্রীর বার্ষিক আয় প্রায় ১২ কোটি টাকা।

আরও পড়ুন : আর কোনওদিন বলিউড ছবি করবেন না! রাগে চরম সিদ্ধান্ত নিলেন নয়নতারা

SAIF AND KAREENA

আরও পড়ুন : বিলাসবহুল বাড়ি, গাড়ি! আলিয়া ভাটের মোট সম্পত্তির পরিমাণ নীতা আম্বানিকেও লজ্জায় ফেলবে

তিনি এক একটি ছবিতে ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সূত্র থেকে জানা গেছে, অভিনয় ছাড়াও অভিনেত্রীর আয়ের উৎস হল প্রধানত ফটোশুট, ব্র্যান্ড অনুমোদন, এবং অন্যান্য মাধ্যম থেকে উপার্জন করেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যাও কম নেই। বলা বাহুল্য অভিনেত্রীর বিশাল সম্পত্তির পরিমাণ প্রায় ৪৪০ কোটি টাকা।