রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অপমানকর মন্তব্য! রণবীর-আলিয়া ও করণ জোহরের বিরুদ্ধে ফুঁসছে নেটপাড়া

রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান! রণবীর-আলিয়া ও করণ জোহরকে ধুয়ে দিল নেটপাড়া

ফের একবার সোশ্যাল মিডিয়াতে বিতর্কের পাত্র হলেন করণ জোহর (Karan Johar)রণবীর সিং (Ranveer Singh) এবং আলিয়া ভাট (Alia Bhatt) -কে নিয়ে আসছে তার নতুন ছবি ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani)। সদ্য এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আর তারপর থেকে শুরু হয়েছে নানা বিষয় নিয়ে বিতর্ক। ‘টু স্টেটস’ -র আদলে একই রকম গল্প নিয়ে নতুন ছবি বানিয়েছেন করণ। ট্রেলার দেখে এমনটাই দাবি দর্শকদের। কিন্তু এই ট্রেলার বাঙালিদের ভীষণ ক্ষুব্ধ করছে।

ছবির গল্প অনুসারে রানী একটি বাঙালি পরিবারের মেয়ে। তার পরিবার থাকে কলকাতায়। আর রকি অবাঙালি। তারা একে অপরের প্রেমে পড়ে কিন্তু দুজনেরই পরিবার এই বিয়েটা মানতে রাজি নয়। এরপর দুজনে সিদ্ধান্ত নেয় ৩ মাস করে তার একে অপরের বাড়িতে থাকবে। দুই পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে প্রমাণ করবে এই বিয়েটাতে আদতে ক্ষতি কিছুই নেই।

Rocky Aur Rani Ki Prem Kahani

রকি রানীর বাড়িতে আসতেই শুরু হয় গোলমাল। সে রানীর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) -র ছবি দেখে তাকে রানীর ‘ঠাকুরদা’ বলে বসে। আর এতেই চটে গিয়েছেন দর্শকদের একাংশ। কারণ তাদের মনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে ছবিতে। কারণ যে ব্যক্তিকে গোটা বিশ্ব চেনে এক ভারতীয় তার ছবি দেখে চিনতে পারছে না? এটা রবি ঠাকুরের অপমান।

আসলে এই ছবিটি কমেডির মোড়কে বানানোর চেষ্টা করেছেন করণ জোহর। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে জড়িয়ে এত সস্তার কমেডি না করলেও চলত। এমনটাই দাবি করছেন দর্শকরা। শুধু তাই নয়, রকি এটাও জানে না যে পশ্চিমবঙ্গ ভারতের পূর্বদিকে। তার চরিত্রটিকে এখানে এতটাই অজ্ঞ দেখানো হয়েছে। তবে এতে বাঙালিদের ভাবাবেগ ক্ষুন্ন হয়েছে।

Rocky Aur Rani Ki Prem Kahani

সোশ্যাল মিডিয়াতে সকলেই করণ জোহরকে এক হাত নিচ্ছেন ছবির এই ভুলের কারণে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মজা মেনে নিতে পারছেন না দর্শকরা। তাই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় উঠছে বাঙালিদের তরফ থেকে। এই ছবি আদতে বাঙালিদের নিয়ে একাধিক বিরক্তিকর জোকসে ভর্তি, ট্রেলার দেখে এমনটাই অনুমান করছেন দর্শকরা।

Rocky Aur Rani Ki Prem Kahani

আরও পড়ুন : বিবাহিত পুরুষের প্রেমে নষ্ট কেরিয়ার, ‘গদর’ অভিনেত্রী আমিশা কেন হারিয়ে গেলেন বলিউড থেকে?

উল্লেখ্য, ছবির ট্রেলারে দেখা যাচ্ছে কাস্টিংয়ে কার্যত তারকাদের ভিড়। ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির সঙ্গে দুই বাঙালি তারকা টোটা রায় চৌধুরী এবং চূর্ণী গাঙ্গুলীও রয়েছেন। আবার আলিয়ার মুখে শোনা যাচ্ছে ‘খেলা হবে’ স্লোগান। সব মিলিয়ে বাংলার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করলেও আদতে বাঙালির রোষের মুখে পড়ছে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’।

আরও পড়ুন : রাজি হলেন না শাহরুখ, কোন অভিনেতাকে নিয়ে শুরু হচ্ছে ‘ডন ৩’ এর শুটিং?