বেশ কিছুদিন পরাগের ব্যবহার দেখে সকলেই ভেবেছিল এবার হয়তো শিমুলের ভাগ্য ফিরতে চলেছে কিন্তু তা তো হলোই না, তার বদলে শিমুলের ভাগ্যে জুটলো চোর অপবাদ। জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kachhe Koi Moner Kotha) ধারাবাহিকে এখন চলছে টানটান পর্ব। চলুন জানা যাক ঠিক কি হতে চলেছে শিমুলের জীবনে।
এই মুহূর্তে ধারাবাহিকে চলছে শিমুলের একমাত্র দেওর পলাশের বিয়ে। পলাশের বিয়ের সমস্ত কাজকর্ম শিমুল একা হাতেই করেছে। পলাশ এবং পরাগ দুজনেই শিমুলের সঙ্গে এত ভাল ব্যবহার করেছে যে সকলেই ভাবছিল এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। তবে শিমুল কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না তার স্বামী এবং দেওরকে।
নতুন বউ বাড়িতে আসার পর যখন প্রতীক্ষা শিমুলকে নিজের গয়না রাখতে দেয় তখন শিমুল তা নিজের আলমারিতে রেখে দেয় কিন্তু পরবর্তী সময়ে যখন সে সেটা আনতে যায় তখন দেখে গয়না আলমারিতে নেই এবং গয়না যে পুটুলিতে রাখা ছিল সেই পুটলিটিও সেখানে নেই। এরপরেই গোটা বাড়িতে শুরু হয়ে যায় হুলুস্থুল কান্ড।
সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরেও যখন সোনার গয়না কোথাও পাওয়া যায় না তখন অবশেষে বাড়িতে ডাকা হয় পুলিশ। পুলিশ এসে শতদ্রুর ব্যাগ থেকে উদ্ধার করে সেই গয়নাগুলি। স্বাভাবিকভাবেই শতদ্রুকে সকলে ভুল বোঝে এবং তার সঙ্গে সকলেই শিমুলকে চোর অপবাদ দেয়। শিমুল বুঝে যায় যে তার সঙ্গে এতদিন যে ভালো ব্যবহার করা হচ্ছিল, তার পেছনে ছিল এই ষড়যন্ত্র।
শতদ্রুকে পুলিশ নিয়ে যায় থানায়। এদিকে শিমুল এবং তার বন্ধুরা থানায় গিয়ে শতদ্রুকে ছাড়িয়ে আনার চেষ্টা করে কিন্তু পুলিশ তাদের জানায়, পরেরদিন কোর্ট থেকে জামিন নিয়ে শতদ্রুকে ছাড়াতে পারবেন তারা। পুলিশের কথা মতো শতদ্রুকে পরের দিন কোর্ট থেকে ছাড়িয়ে এনে পুলিশকে নিয়ে সোজা শ্বশুর বাড়িতে চলে আসে শিমুল। শ্বশুর বাড়িতে এসে সকলকে জানানো হয় যে সবার হাতের ছাপ নেওয়া হবে, যা শুনে ভীষণভাবে ভয় পেয়ে যায় প্রিয়াঙ্কা।
আরও পড়ুন : কেন কমে যাচ্ছে অনুরাগের ছোঁয়ার টিআরপি? কেন সিরিয়াল দেখছে না কেউ?
আরও পড়ুন : উড়ন্ত সিঁদুর অতীত, ভুতে পরাচ্ছে সিঁদুর! বাংলা সিরিয়ালে নতুন বিয়ে দেখে হেসে কুটোপাটি দর্শকরা
একদিকে যেমন বিপাশারা শিমুলকে বলে, এই লড়াইয়ে তারা পাশে আছে তেমন অন্যদিকে পরাগ প্রিয়াঙ্কাকে বলে, সে ঠিক কোন না কোন প্ল্যান বার করে প্রিয়াঙ্কাকে বাঁচিয়ে নেবে। এদিকে শিমুল ইতিমধ্যেই শতদ্রুর হাত ধরে শ্বশুরবাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এবার গল্পের মূল ঠিক কোনদিকে বাঁক নেবে সেটাই এখন দেখার।