দারুণ এক মোড় নিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kachhe Koi Moner Kotha) সিরিয়ালের গল্প। প্রিয়া এবং পরাগের বিয়েকে কেন্দ্র করে গল্পতে তো নতুন টুইস্ট এসেছিল। তবে টুইস্টের উপর নতুন টুইস্টও এসে হাজির! বিয়ের পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে পরাগ। বিষ খাওয়ানো হয়েছে তাকে। আর এই ষড়যন্ত্রের জন্য শিমুলকে দায়ী করা হচ্ছে।
প্রিয়া এবং পরাগের বিয়ের পরই ভোল পাল্টে ফেলে পরাগের ভাই পলাশ এবং তার বউ প্রতীক্ষা। এই দুজন মিলে পরাগকে তাদের রাস্তা থেকে সরিয়ে ফেলতে চায়। আর সেই জন্যই তারা পরাগের খাবারে বিষ মিশিয়ে দেয়। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে পরাগ। বাড়িতে এসে হাজির হয় পুলিশ। আর পুলিশের তদন্তে সব দোষ গিয়ে পড়ে শিমুলের উপরে।
পরাগের এই অবস্থা দেখে শিমুলের শাশুড়ি মা মধুবালা সব দোষ চাপিয়ে দেন শিমুলের উপরে। শিমুল এতদিন তাদের জন্য কী কী করেছে সব কিছু তিনি ভুলে যান এক নিমিষেই। তিনি পুলিশকে বলতে থাকেন শিমুল ছাড়া এই বাড়িতে এমন কেউ নেই যে পরাগের এমন ক্ষতি করতে পারে। এদিকে এই কথা শুনে শিমুলের বন্ধুরা এবং পুতুল খুব রেগে যায়। কিন্তু শিমুলের শাশুড়ি মা বারবার জোর দিয়ে একই কথা বলতে থাকেন।
এদিকে অসুস্থ পরাগকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বলেন তার পেটে বিষ আছে। অন্যদিকে আবার শিমুলের নামে পুলিশের কাছে FIR করে প্রতিজ্ঞা। যদিও কথায় কথায় সে বলে ফেলে পরাগ আর নাও ফিরতে পারে। তাতেই তার প্রতি সন্দেহ হয় পুলিশের। অন্যদিকে হাসপাতালে পৌঁছায় প্রিয়া ও তার বাবা-মা। তারাও শিমুলের বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকে।
এদিকে এসব দেখে দর্শকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরাগ কি আদেও বাঁচবে? প্রাক্তন স্বামীকে খুন করতে চাওয়ার অভিযোগে জেলে যেতে হবে নাকি শিমুলকে? কীভাবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? প্রাক্তন স্বামীর বিয়ের অনুষ্ঠানে এসে নিজেই ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়লো শিমুল।
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল, জনপ্রিয় নায়িকার বিপরীতে সিরিয়ালে ফিরছেন গৌরব চ্যাটার্জী
আরও পড়ুন : ১০ বছর এগিয়ে যাবে গল্প! বড় হয়ে যাবে সোনা-রুপা, অনুরাগের ছোঁয়াতে আসছে নতুন টুইস্ট
যদিও ডিভোর্সের পর আবার প্রাক্তন স্বামীর বিয়ের অনুষ্ঠানে শিমুলের আসা এবং হাতে হাতে কাজ করতে দেখে দর্শকরা বেশ বিরক্ত হয়েছিলেন। আশীর্বাদ, আইবুড়ো ভাত থেকে শুরু করে গায়ে হলুদ পর্যন্ত নিজের বরের বিয়েতে নিজেই সমস্ত আয়োজন করে শিমুল। এবার খুনের অভিযোগ থেকে সে নিজেকে বাঁচাবে কী করে? জানতে হলে দেখতে থাকুন ‘কার কাছে কই মনের কথা’।