নেতিবাচক চরিত্রে অভিনয় করে যদি দর্শকদের রাগের পাত্র হতে হয়, সেটাই হয় একজন অভিনেতার কাছে যথাযথ পুরস্কার। এমন একটি নেতিবাচক চরিত্র হলো জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kachhe Koi Moner Kotha) ধারাবাহিকের পরাগ চরিত্র। এই চরিত্রে অভিনয় করে প্রথমে মা ন্যাওটা ছেলে, পরে বউ পেটানো স্বামী দুরকমই অপবাদ জুটেছে পরাগ ওরফে দ্রোণ মুখোপাধ্যায়ের (Drronn Mukherjee) কপালে। কেমন লাগে এমন কথা শুনতে? জানালেন অভিনেতা নিজেই।
‘কার কাছে কই মনের কথা’ শিমুল ওরফে মানালি দে- র বিপরীতে অভিনয় করছেন অভিনেতা। আর পাঁচটা নেতিবাচক চরিত্রের মত নয়, বরং একেবারে অন্যরকম একটি নেগেটিভ শেডের চরিত্র এটি। দেখলে মনে হবে এমন মানুষ বহুবার দেখা যায় আশেপাশের বাড়িতে। পর্দায় যেমন ভাবে পরাগ চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন দ্রোণ মুখোপাধ্যায়, তা সত্যি প্রশংসার যোগ্য।
দ্রোণ মুখার্জী অভিনীত সিরিয়ালের নাম
তবে ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালটি প্রথম সিরিয়াল নয় অভিনেতার। এর আগে তিনি বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন কিন্তু তেমন জনপ্রিয়তা পাননি। দীর্ঘ ১৭ বছরের অভিনয় জীবনে তিনি ‘স্পন্দন’, ‘সত্যমেব জয়তে’, ‘গল্প হলেও সত্যি’, ‘দীপাবলীর সাতকাহন’-এর মত একাধিক ধারাবাহিক অভিনয় করেছেন। তবে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিককে অভিনয় করে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছেন তা আগে পাননি তিনি।
‘কার কাছে কই মনের কথা’র দর্শকদের থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন দ্রোণ?
ছোট থেকেই অভিনয়ের প্রতি একটা আলাদাই আকর্ষণ ছিল তার। তবে মধ্যবিত্ত পরিবারে বড় হওয়ায় বাবা-মা চেয়েছিলেন ছেলে যেন ভালো চাকরি করে। তবে ভালো পড়াশোনা করলেও দ্রোণ শেষমেষ অভিনয়কেই বেছে নেন পেশা হিসেবে। ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছ থেকে কেমন ভালোবাসা পাচ্ছেন তিনি, সে কথাই সাক্ষাৎকারে জানালেন পর্দার পরাগ।
কী জানালেন পর্দার পরাগ?
সম্প্রতি বর্তমান পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে পরাগ বলেন, “এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছি কিন্তু এই প্রজেক্টে যা ভালোবাসা পাচ্ছি তা আগে পাইনি। নানা প্রজেক্টে কাজ করলেও এত জনপ্রিয়তা আগে আসেনি আমার কাছে।”
আরও পড়ুন : চলে এল ‘হাবলি’ পুতুলের নায়ক! ‘কার কাছে কই মনের কথা’য় পা রাখলেন এই অভিনেতা
অভিনেতা আরো বলেন, “এই সিরিয়ালে নতুন কিছু অভিনয় করলাম এমন তো নয়। আগে বিভিন্ন ধারাবাহিকে যতটা মনোযোগ দিয়ে কাজ করেছি এ ক্ষেত্রেও তাই। তবে জি বাংলা অনেক দর্শকদের কাছে পৌঁছে যায় বলেই আমি এই প্রজেক্ট-এর মাধ্যমে ভালোবাসা পাচ্ছি অনেকটাই। যদিও গল্পটাও মানুষের ভীষণ ভালো লেগেছে।”
আরও পড়ুন : সমাজে কুশিক্ষা ছড়াচ্ছে! ‘নিম ফুলের মধু দেখে’ ছিঃ ছিঃ করছেন দর্শকরা
পর্দার পরাগ বলেন,” আমি চ্যানেল এবং প্রোডাকশনকে ধন্যবাদ জানাবো আমাকে বেছে নেওয়ার জন্য। প্রধান পুরুষ চরিত্রে নেগেটিভ শেডে সাধারণত ধারাবাহিক দেখতে আমরা অভ্যস্ত নই। ফলে এটা নিঃসন্দেহে একটি এক্সপেরিমেন্ট।”