‘ছেলে কলকাতায় এলে আমরাও এক বিছানায় শুই!’, মা-ছেলের ফুলশয্যা বিতর্কে জবাব রীতার

Rita Dutta Chakraborty On Kar Kache Koi Moner Kotha : জি বাংলা (Zee Bangla) -র নতুন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) শুরু হতে না হতেই নানা বিতর্কে জড়াতে শুরু করেছে। মাত্র দু-তিন সপ্তাহের মধ্যেই এই সিরিয়ালের গল্পের মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন দর্শকদের একাংশ। গল্পে মা-ছেলে এবং বৌমার সম্পর্কগুলোকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তাতে দর্শকদের আপত্তি রয়েছে। তবে ছেলে-বৌমার ফুলশয্যায় বাগড়া দিতে গিয়ে শাশুড়ি যা করলেন তা কার্যত শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে।

গল্পে দেখানো হয়েছে, ছেলে যাতে হাতছাড়া না হয়ে যায় তার জন্য শাশুড়ি মা শরীর খারাপের নাটক করে ফুলশয্যার রাতে ছেলের ঘরে ঢুকে পড়েন। এরপর ছেলেকে নিয়ে তিনি ফুলশয্যার খাটে শুয়ে পড়েন। আর নতুন বউ সোফায় গিয়ে শুতে বাধ্য হয়। এসব দেখে দর্শকদের চোখ কপালে উঠেছে। অন্যদিকে মা ভক্ত ছেলেও সরাসরি জানিয়ে দেয় বউ তার মায়ের উপর কথা বলতে পারবে না কখনও।

KAR KACHE KOI MONER KOTHA

বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে গিয়ে শিমুলের অবস্থা, লাঞ্ছনা, অপমান দেখে দর্শকরা বিরক্ত হচ্ছেন। তাদের সমস্ত রাগ দিয়ে পড়ছে শাশুড়ি মা ওরফে রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty) -র উপর। তবে সব থেকে বেশি কটাক্ষের শিকার হচ্ছেন গল্পের লেখক। বাংলা সিরিয়ালের রুচিবোধ নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশেষে এই পরিস্থিতিতে মুখ খুললেন শাশুড়ি মা ওরফে রীতা নিজেই।

রীতা আনন্দবাজারের কাছে এই বিতর্ক প্রসঙ্গে বলেছেন সোশ্যাল মিডিয়াতে কী চলছে সে সম্পর্কে তার কোনও ধারণা নেই। কারণ তিনি ফেসবুকের পাতায় সক্রিয় থাকেন না। এই সিরিয়ালে যা কিছু দেখানো হচ্ছে তার সঙ্গে শহরের পরিবারগুলোর হয়ত মিল থাকবে না। কিন্তু লেখক যখন লিখেছেন তখন কিছু ভেবেই তিনি এমন দৃশ্য রেখেছেন বলে রী‌তা দাবি করেন। তিনি প্রকারান্তরে সিরিয়াল কিংবা গল্প লেখকের বিরোধিতা করেননি।

KAR KACHE KOI MONER KOTHA

অন্যদিকে মা-ছেলের ফুলশয্যা নিয়ে যে জল্পনা চলছে তাতে বেশ বিরক্ত হয়েছেন অভিনেত্রী। তার কথায় যারা এসব রটাচ্ছেন, সেটা তাদের বিকৃত মানসিকতার প্রতিফলন। রীতার ছেলে কলকাতার বাইরে থাকেন। যখন তিনি ছুটিতে মায়ের কাছে আসেন তখন রীতা ও তার ছেলে একসঙ্গেই ঘুমোন। তাই তিনি মা এবং ছেলেকে নিয়ে এমন বিকৃত ভাবনা মেনে নিতে পারছেন না।

Kar Kache Koi Moner Katha

আরও পড়ুন : চরম অর্থকষ্টে কেটেছে ছোটবেলা, রূপা গাঙ্গুলীর অতীত জানলে চোখে আসবে জল

এদিকে সমালোচনা যতই চলুক না কেন, দর্শকদের মধ্যে কিন্তু এই সিরিয়ালটিকে নিয়ে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। একদল যখন সিরিয়ালের রুচি নিয়ে প্রশ্ন করছেন, তখন অপর দল সমর্থন জানিয়ে লিখছেন শাশুড়ি মায়েরা এরকমও হন। ছেলেকে নিজের কুক্ষিগত করে রাখার জন্য বাস্তবে মায়েরা এমন অনেক ঘটনাই ঘটান যা জানলে শিউরে উঠতে হয়। সোশ্যাল মিডিয়াতে আপন আপন অভিজ্ঞতাও শেয়ার করে নিচ্ছেন মহিলারা।

আরও পড়ুন : বিয়ের পর নতুন বউয়ের গয়না হাতানোর ফন্দি! ‘কুটনী শাশুড়ি’কে যোগ্য জবাব দিল শিমুল