একের পর এক বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) বন্ধ হয়ে যাওয়ার খবর মিলছে এখন। বর্তমানে যেকোনও মুহূর্তে যে কোনও জনপ্রিয় সিরিয়াল বন্ধ করে দিচ্ছে জি বাংলা কিংবা স্টার জলসা। তাই দর্শকদের যেন সবসময় উদ্বেগের মধ্যেই থাকতে হচ্ছে। স্টার জলসা এবং জি বাংলা পরপর বেশ কিছু সিরিয়াল সময়ের আগেই শেষ করে দিল। খড়কুটো, ধূলোকণা, এই পথ যদি না শেষ হয়, লালকুঠি, উড়ন তুবড়ি, পিলুর পর এবার বন্ধের মুখে আরও একটি চ্যানেল টপার সিরিয়াল।
পরপর জনপ্রিয় সিরিয়ালগুলি শেষ হয়ে যাওয়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরও এক নতুন সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার খবর আসছে। গত ৩০ শে নভেম্বর মাধবীলতা এবং ধূলোকণার শেষ শুটিং হয়েছে বলে জানা গিয়েছে। আর মাত্র কয়েকটা দিন পর এই ধারাবাহিক দুটি একেবারেই বন্ধ হয়ে যাবে। ধুলোকণা চ্যানেলের পাশাপাশি বেঙ্গল টপার হওয়া সত্ত্বেও কঠিন সিদ্ধান্ত নিল স্টার জলসা। স্টার জলসার দেখানোর পথেই হাঁটছে এবার আকাশ ৮।
আকাশ ৮ এর জনপ্রিয় সিরিয়াল কাঞ্চি এবার বন্ধ হওয়ার মুখে। এক বছর যেতে না যেতেই এই সিরিয়ালটিকেও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত বছরের আগস্ট মাসে কাঞ্চি সিরিয়ালের শুটিং শুরু হয়েছিল। এই সিরিয়ালটি ছিল আকাশ আটের চ্যানেল টপার সিরিয়াল। এক বছরের মাথায় আসতেই সিরিয়াল বন্ধ সিদ্ধান্ত হয়েছে। এই খবরে মন ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছে দর্শকদের।
আকাশ আটের এই সিরিয়ালে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কথাকলি চক্রবর্তী এবং ফারহান ইমরোজ। এছাড়াও অন্যান্য ভূমিকাতে রয়েছেন তুলিকা বসু, ভাস্বর চ্যাটার্জি, সায়ক চক্রবর্তীরা। এই ধারাবাহিকের খলনায়িকার ভূমিকায় দেখা গিয়েছে আয়েশা আয়েত্রী ভট্টাচার্যকে। সিরিয়ালের শেষ শুটিংয়ের দিনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী। কাঞ্চির সফর শেষ হওয়ার খবর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তিনি।
ফেসবুকে আয়েশা লিখেছেন, ‘সফর শেষ! কাঞ্চি শেষ হল। খুব মিস করব সকলকে। ….অনেক ভিলেন চরিত্র করেছি আমি, কিন্তু রোহিণী আমার কাছে সব সময় স্পেশাল হয়ে থাকবে।’ শুটিংয়ের শেষদিনের সেট থেকে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন সায়ক। এই সিরিয়ালের আরেক অভিনেত্রী তনুশ্রীও সিরিয়াল বন্ধের পর তার মনের কথা লিখেছেন সোশ্যাল মিডিয়াতে।
তনুশ্রী লিখেছেন, ‘ভালো সময়ের পাশাপাশি এই খারাপ সময়ে যাদের সাথে থেকে অনেক কিছু শিখতে পেরেছি, শুধু অভিনয় নয় বাস্তব জীবনেও যারা শিখিয়েছে এগিয়ে চলতে হয় কিভাবে, যাদের সব সময় জানি পাশে পাবো , যাঁদের থেকে শুধু ভালোবাসাই পেয়েছি, তাদের কাছে কৃতজ্ঞ থাকবো’। নতুন মেগা সিরিয়ালের ছড়াছড়ি এখন বাংলা চ্যানেলগুলোতে। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে সরে যেতে হচ্ছে পুরনোদের।