দুটো টাকা রোজগারের জন্য দিনরাত চরম পরিশ্রম করেছেন। অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) জীবন কোনও সিনেমার থেকে কম নয়। খুব ছোটবেলা থেকেই রোজগারের পথ বেছে নিতে হয়েছিল তাকে। সেখান থেকে তিনি যেভাবে আজ এত বড় তারকা হয়েছেন, সেই গল্প শুনলে আপনারও চোখে আসবে জল।
কাঞ্চন মল্লিকের জন্ম হয়েছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে। তার বাবা একটি বেসরকারি কারখানায় কাজ করতেন। কাঞ্চন যখন দশম শ্রেণীর পড়ুয়া, তখন তার বাবার কাজ চলে যায়। সংসারের ভার এসে কাঞ্চনের কাঁধে চাপে।
মাত্র বারোশো টাকা রোজগারের জন্য তখন সেলসম্যানের চাকরি শুরু করেন কাঞ্চন মল্লিক। মদের দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস বিক্রি করতে হত তাকে। কাজের চাপের মধ্যেও কিন্তু পড়াশোনা ছাড়েননি তিনি। নাইট কলেজে ভর্তি হয়ে পড়াশোনা এগিয়ে নিয়ে গিয়েছিলেন।
এত কষ্টের মধ্যেও মা-বাবার মুখ চেয়ে সবসময় হাসিমুখে থাকতে হত তাকে। এরই মধ্যে হঠাৎ একদিন চিকিৎসার অভাবে তার বোন মারা যান। জীবনের এত কঠিন পরিস্থিতির মধ্যে একদিন তাকে তার এক বন্ধু একটি থিয়েটার গ্রুপে ছোট চরিত্রের জন্য নিয়ে যান। অভিনয়ের সঙ্গে সেটাই ছিল তার প্রথম আলাপ।
আরও পড়ুন : প্রাক্তন বউকে ৫৬ লক্ষ টাকার খোরপোশ, নতুন বউকে কী কী দিলেন কাঞ্চন?
আরও পড়ুন : বিয়ের আগেই প্রেগন্যান্ট? কেন সন্তানধারণের খবর লুকিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী?
এরপর অভিনয়ও কাঞ্চনের জীবনের ওতপ্রোত অংশ হয়ে ওঠে। প্রত্যেকদিন যে তিন ঘন্টা তিনি থিয়েটার গ্রুপে কাটাতেন, সেটাই তাকে জীবনের অক্সিজেন যোগাত। সেদিনের সেই থিয়েটার অভিনেতাই আজ টলিউডের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান কাঞ্চন মল্লিক। তার হার না মানা জীবনের গল্প সত্যিই অনুপ্রেরণা যোগায়।