মাকে ছেড়ে বিয়ের পিঁড়িতে বাবা! কাঞ্চনের নতুন বিয়ে নিয়ে কী বলছে ছেলে ওশ?

২০২১ সালে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন পিঙ্কি ব্যানার্জী (Pinky Banerjee)। কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) মধ্যে যে অবাঞ্ছিত সম্পর্ক গড়ে উঠছে তা টের পাওয়া মাত্রই একমাত্র ছেলে ওশকে নিয়ে কাঞ্চনের বাড়ি থেকে বেরিয়ে আসেন পিঙ্কি। ২০২৪ সালের ১০ই জানুয়ারি খাতায়-কলমে আলাদা হল তাদের জীবন। তার পরপরই তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন। বাবার সম্পর্কে কী বলছে কাঞ্চন-পিঙ্কির ১০ বছরের ছেলে ওশ?

কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে নিয়ে কী বললেন পিঙ্কি ব্যানার্জী?

গত ১৪ ই ফেব্রুয়ারি আইনত শ্রীময়ীকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন কাঞ্চন মল্লিক। কাঞ্চনের তিন নম্বর বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম সমালোচনা চলছে। এর পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জী। টিভি নাইন বাংলার কাছে বাবার প্রসঙ্গে ছেলের মতামত তুলে ধরেছেন তিনি। ১০ বছরের ছেলে বাবার নতুন বিয়ে নিয়ে কী বলছে? সবটাই জানালেন পিঙ্কি।

Kanchan Mullick And Pinky Banerjee

কেন ভেঙেছিল কাঞ্চন-পিঙ্কির বিয়ে?

পিঙ্কির কথায় কাঞ্চন এবং শ্রীময়ী যে সম্পর্কে জড়িয়েছেন তা তিনি আগেই টের পেয়েছিলেন। আসলে মেয়েদের মধ্যে বিশেষ করে বিবাহিতা মেয়েদের মধ্যে বুঝে নেওয়ার ক্ষমতা থাকে। তবে ধরে বেঁধে যে ভালোবাসা হয় না তা তিনি জানেন। সেই কারণেই তিনি জোর করে কাঞ্চনের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চাননি। ছেলেকে নিয়ে তাই আলাদা হয়ে যান পিঙ্কি।

কাঞ্চন মল্লিকের বিয়ে নিয়ে কী বলছে ছেলে ওশ?

এতটুকু বয়সেই বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েন দেখেছে ওশ। বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদ, বাবার নতুন বিয়ে সবই ঘটছে তার চোখের সামনে। জ্ঞানত বাবা-মাকে একসঙ্গে সংসার করতে দেখেনি যে। ডিভোর্সের সময় সে চেয়েছিল মা-ই যেন তার কাস্টডি পায়। মায়ের কাছেই থাকতে চেয়েছিল সে। জীবনের এই নতুন মোড়ে মায়ের পাশে দাঁড়িয়েছে ছোট্ট ওশ।

Kanchan Mullick And Pinky Banerjee

ওশ তার মাকে বলেছে, “যেটা বাস্তব সেটা বাস্তব। আমরা আবার নতুন করে জীবন শুরু করব।” তবে বাবার প্রতি কিন্তু কোনও রাগ বা ঘৃণা জমে নেই ওশের মনে। পিঙ্কির কথায়, “বাবাকে ক্ষমা করে দিয়েছে ওশ।” পিঙ্কি আরও জানিয়েছেন আদালতে ছেলের কাস্টডি পেতে চাননি কাঞ্চন। তবে ছেলের দেখভালের জন্য তিনি ৫৬ লক্ষ টাকা দিয়েছেন পিঙ্কিকে।

আরও পড়ুন : কাঞ্চনের থেকে কত ছোট শ্রীময়ী? বয়সের পার্থক্য শুনলে হাঁ হয়ে যাবেন

PINKY AND KANCHAN

আরও পড়ুন : পিঙ্কিকে ছেড়ে শ্রীময়ীকে বিয়ে!কাঞ্চন মল্লিককে চাঁচাছোলা ভাষায় ধুয়ে দিলেন সাবিত্রী চ্যাটার্জী

ওশ এখন ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস ফাইভের ছাত্র। পড়াশোনা, খেলাধুলা, গল্পের বই, ড্রামা ক্লাস, মায়ের সঙ্গে গল্প-আড্ডা আর দুটো পোষা মুরগি নিয়ে মায়ের মাসি ঠাম্মি সাবিত্রী চ্যাটার্জীর বাড়িতে সে বেশ আছে। পিঙ্কি বলেছেন, ‘‘পৃথিবীর কোনও শক্তি নেই যে বছরের আগে ওশকে আমার থেকে সরিয়ে নেবে’’।