শাশুড়ির থেকে বড় জামাই! শাশুড়ি, বউয়ের সঙ্গে কাঞ্চনের বয়সে পার্থক্য কত?

বউয়ের থেকে বয়সে পাক্কা ২৬ বছরের বড় কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)! শাশুড়ির সঙ্গে তার বয়সের পার্থক্য কত? শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) এবং কাঞ্চন মল্লিকের বয়সের পার্থক্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে তো অনেক সমালোচনা হয়েছে। কিন্তু শ্রীময়ীর মা ওরফে শাশুড়ির সঙ্গে কাঞ্চন মল্লিকের বয়সের পার্থক্য জানলে আকাশ থেকে পড়বেন।

৫৩ এর কাঞ্চন বিয়ে করেছেন ২৭ এর শ্রীময়ীকে। অসমবয়সী এই দাম্পত্য নিয়ে গত এক বছর ধরে টলিউড সরগরম। কাঞ্চন ও শ্রীময়ীর বয়সের এত পার্থক্য নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিস্তর আলোচনা চলে। কিন্তু শাশুড়ির সঙ্গে কাঞ্চন মল্লিকের বয়সের পার্থক্য শুনলে আরও অবাক হবেন।

Sreemoyee Chattoraj

কাঞ্চন ও শ্রীময়ী বাদ, সোশ্যাল মিডিয়াতে এখন হট টপিক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর মায়ের বয়সের পার্থক্য। সম্প্রতি কাঞ্চন মল্লিক, শ্রীময়ী এবং শ্রীময়ীর মায়ের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাতে কাঞ্চনের একপাশে শাশুড়ি মা, অন্য পাশে রয়েছেন শ্রীময়ী। শ্রীময়ীর মাকে দেখে নেট নাগরিকরা বলছেন শ্রীময়ীর মাও নির্ঘাত কাঞ্চনের থেকে ৪-৫ বছরের ছোটই হবেন।

আরও পড়ুন : মদের দোকানের সামনে করতেন কাজ! দুটো টাকা রোজগার করতে দিনরাত স্ট্রাগল করেছেন কাঞ্চন মল্লিক

Sreemoyee Chattoraj

আরও পড়ুন : বিয়ের আগেই প্রেগন্যান্ট? কেন সন্তানধারণের খবর লুকিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী?

গতবছরের ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন এবং শ্রীময়ী। এক মাসের মাথায় মার্চে সামাজিক বিয়েটাও সেরে ফেলেন তারা। তার অবশ্য বেশ কিছুদিন আগে থেকেই তাদের প্রেম নিয়ে চর্চা ছিল তুঙ্গে। যদিও প্রেমের সম্পর্কটাকে প্রথম প্রথম স্বীকার করতেন না দুজনেই। বিয়ের পর গত বছরই মেয়ের মুখ দেখেছেন কাঞ্চন ও শ্রীময়ী। এবার ফের শাশুড়ির সঙ্গে তার বয়সের পার্থক্য নিয়ে সরগরম হলো সোশ্যাল মিডিয়া।