আরজ কর কাণ্ড (RG Kar Case) প্রসঙ্গে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির বহু তারকা। সবাই যেখানে প্রতিবাদে সামিল, সেখানে তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ধরলেন উল্টো সুর। সরাসরি প্রতিবাদ নিয়ে কিছু না বললেও জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করে মন্তব্য করেছেন তিনি। আর তাতেই তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে টলিউডের একাংশ। বিমুখ হয়েছেন তারকা বন্ধুরা।
কাঞ্চন মল্লিক সম্প্রতি একটি সভায় জুনিয়ার ডাক্তারদের উদ্দেশ্য করে বলেন, “যারা কর্মবিরতি করছেন বা শাসক দলের বিরুদ্ধে কথা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? পুজোর বোনাসটা নেবেন তো? আমার প্রশ্ন এগুলো।” বন্ধু কাঞ্চনের এমন মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়াতে এর বিরোধিতা করেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি সরাসরি কাঞ্চনকে ত্যাজ্য করেছেন। আর বন্ধুত্ব রাখবেন না কাঞ্চনের সঙ্গে। জানিয়েছেন প্রকাশ্যে।
এরপর কাঞ্চন মল্লিককে নিয়ে পোস্ট করেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনিও কাঞ্চন মল্লিক প্রসঙ্গে ফেসবুকে লিখেছেন, “ঘাঁটা মল্লিক চাটা মল্লিক ফাটা মল্লিক টা টা মল্লিক”। অর্থাৎ কাঞ্চন মল্লিককে বয়কট করলেন ঋত্বিকও। এখানেই শেষ নয়। অভিনেতার সুজন নীল মুখোপাধ্যায়ও বন্ধুর আচরণে মনে মনে খুবই কষ্ট পেয়েছেন।
সুজন এবং কাঞ্চন ‘স্বপ্নসন্ধানী’তে অভিনয় করার সময় থেকে বন্ধু হয়ে রয়েছেন। তিনি ফেসবুকে একটি পোস্ট করেন। তাতে লেখা ছিল, “বন্ধুত্বের হয় না পদবী। হয় সরকারি সিলমোহর।” তার দল ‘চেতনা’র ‘মাগন রাজার পালা’ নামের নাটকটি বাতিল করা হয়েছে কাঞ্চনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে। আনন্দবাজারের কাছে সুজন বলেছেন, এই ধরনের মন্তব্যে কাজ এবং সম্পর্কের উপর প্রভাব পড়ে।
কাঞ্চনের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন। তিনি ফেসবুকে কাঞ্চনকে উদ্দেশ্য করে লেখেন, ‘‘যদি অন্যায়ের বিরুদ্ধে সরকারকে প্রশ্ন করতে গেলে সরকারি মাইনে ফেরত দিয়ে করতে হয়, তা হলে সেই একই নিয়মে কাঞ্চন মল্লিকের বাজে বকার জন্য বিধায়ক-সহ যে কোনও রাজনৈতিক পদ ফেরত দিয়ে অবিলম্বে স্কুলে ফেরত চলে যাওয়া উচিত। ভারতীয় সংবিধান না জেনে রাজনীতি করা তো দূরের কথা, ঠিক করে মোসাহেবিও করা যায় না।’’
আরও পড়ুন : “চটিজুতো মাথায় নিয়ে…!” কুণাল ঘোষকে মোক্ষম জবাব দিলেন ঋত্বিক চক্রবর্তী
আরও পড়ুন : তুমিও চটি চাটার দলে? অভিজিৎ ভট্টাচার্যকেও ধুয়ে দিল নেটপাড়া
ঋদ্ধি আরও বলেছেন, “আপনি কোনদিনই মানুষের পাশে ছিলেন না। আপনি টাকার পাশে ছিলেন।” অন্যদিকে অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায় ফেসবুকে প্রশ্ন তুলেছেন, নিজের পকেট থেকে সরকারি কর্মচারীদের মাইনে ও ডিএ দেন? আপনার মাইনেটাও যেমন সাধারণের পরের টাকায় হয় তাদেরটাও তাই হয়।” সেই সঙ্গে জয়জিৎ লিখেছেন, “রোগা হলেও চামড়া মোটা, আমিও দাদা চটি চাটা, কাঞ্চন রঙ্গ!” প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ও। মোট কথা কাঞ্চন প্রসঙ্গে বেশ সরগরম টলিউড।