‘হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলেছে’! কাঞ্চনের হয়ে সাফাই শ্রীময়ীর

আরজি কর কাণ্ড (RG Kar Case) প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের কর্মসূচির তীব্র নিন্দা করেছিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। ডাক্তারদের বেতন, বোনাস নেওয়া নিয়ে খোঁটা দিয়েছিলেন কাঞ্চন। সেই নিয়ে ব্যাপক তোলপাড় হয় সোশ্যাল মিডিয়ায়। তবে কাঞ্চনকে সমর্থন করেছিলেন তার স্ত্রী শ্রী শ্রীময়ী চট্টরাজও (Sreemoyee Chattoraj)। তবে সকালে বা বিকেলে যা বলেছিলেন, রাতে কিন্তু তার উল্টো সুর ধরলেন কাঞ্চন এবং শ্রীময়ী। ব্যাপার কী?

আসলে কাঞ্চন মল্লিক এবং তৃণমূল দলের অন্যান্য নেতাকর্মীদের আলটপকা মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা কিছু কম হচ্ছে না। এই মর্মে গতকাল রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘‘দল নির্বিশেষে জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে পারে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের কাছে আমি আর্জি জানাব যে তাঁরা যেন স্বাস্থ্য সমাজ বা নাগরিক সমাজের কারও বিরুদ্ধে আজেবাজে মন্তব্য না করেন। প্রত্যেকের প্রতিবাদ এবং মতপ্রকাশের অধিকার আছে।’’

SREEMOYEE CHATTORAJ

এরপর পরপরই প্রকাশ্যে ক্ষমা চাইলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চন বলেছেন, ‘‘গতকাল একটি ধরনামঞ্চে কিছু কথা বলি, যেটা অত্যন্ত সমালোচিত হয়। প্রথমেই আমি জানাই, আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। আমি কোনও সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিয়ো করছি না। আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আমারও বাড়িতে স্ত্রী, সন্তান আছে। আমার বাড়িতেও একজন বৃদ্ধ মানুষ আছেন, তাঁকে মেডিক্যাল সাপোর্ট দিতে হয়। আমি জানি, ডাক্তারের প্রয়োজন কতটা।”

কাঞ্চন আরও বলেছেন, ‘‘ডাক্তার সত্যি ভগবানস্বরূপ। জুনিয়র, সিনিয়র ডাক্তারের ভাগাভাগিও করতে চাইনি। এই আন্দোলন যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত। সেই আন্দোলনকে কোনওভাবেই ছোট করতে চাই না। স্বপ্নেও আসে না সে কল্পনা। আমি চাই দোষীদের কঠোর শাস্তি হোক। আমি যা বলে ফেলেছি তার জন্য সমস্ত ডাক্তারবাবুদের কাছে ক্ষমাপ্রার্থী। এই ঘটনার পর আমার পরিচিত বহু বন্ধু, সাংবাদিক, ডাক্তার বন্ধু আমাকে ফোন করেছেন। তাঁরা বলেছেন, আমিও মাথা পেতে স্বীকার করেছি আমার ভুল হয়েছে। আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী। ক্ষমার থেকে বড় কিছু হয় না, সেই ক্ষমাই আমি ভিক্ষা চাইব।’’

আরও পড়ুন : কেন সামনে আসছেন না আরজি কর নির্যাতিতার প্রেমিক? কেন আড়ালে থাকছেন তিনি?

KANCHAN MULLICK

অন্যদিকে শ্রীময়ী বলেছেন, কাঞ্চন ওইদিন হিট অফ দ্য মোমেন্ট বলে ফেলেছেন যা বলেছেন। তার কথায়, কাঞ্চন ডাক্তারদেরকে নিয়ে যে কথাটা বলেছে যে সরকারি বেতন বা বোনাসের কথা উল্লেখ করে সেটাতে আমি একদমই সহমত পোষণ করছি না , এটা বলা হয়তো ওর ভুল হয়েছে , এটা অন্যায় হয়েছে। তবে একটা কথা বলে রাখা উচিত প্রত্যেকটা মানুষের প্রত্যেকদিন হয়তো মেজাজ ঠিক থাকে না।”

আরও পড়ুন : ডাক্তারদের নিয়ে কুরুচিকর মন্তব্য! টলিউডে ‘বয়কট কাঞ্চনে’র ঝড়

শ্রীময়ী বোঝানোর চেষ্টা করেছেন আসলে এক কাছের মানুষের মৃত্যুতে ইমোশনাল হয়ে কাঞ্চন এমন কথা বলেছেন। ডাক্তারের অভাবে তার ভাইয়ের মত বন্ধুর মাকে বাঁচানো যায়নি। যাকে তিনিও মায়ের মতই ভালোবাসতেন। সেই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, কোনও ডাক্তারকে ছোট বা অপমান করার জন্য এই কথাগুলো বলা হয়নি। শ্রীময়ী নিজেও নারী হিসেবে নারী সুরক্ষার জন্য আর্জি জানিয়েছেন।