Kanchan Sreemoyee Reception : ৬ই মার্চ, কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) রিসেপশন পার্টির আয়োজন হয়েছে পার্কস্ট্রিটের এক বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টলিউডের (Tollywood) নামিদামী সব তারকারা। বিয়েতে তো একেবারে সাবেকি সাজে সেজেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। রিসেপশনে কেমন সাজলেন দুজনে? কেমন লাগছে তাদের? প্রকাশ্যে এল ছবি।
Kanchan Sreemoyee Reception
বিয়েতে মুম্বাইয়ের ডিজাইনারকে দিয়ে বিয়ের শাড়ি ও পাঞ্জাবি ডিজাইন করার কথা ছিল। শেষ মুহূর্তে অবশ্য শ্রীময়ীকেই সব সামলাতে হয়েছিল। অন্যদিকে রিসেপশনের দিনটাতেও স্বামীর পোশাক ডিজাইন করে দিলেন শ্রীময়ী। নিজের পোশাকেরও ডিজাইন তার নিজেরই করা। শাড়ি নয়, এদিন লেহেঙ্গা পরেছেন মিসেস মল্লিক।
গা ভর্তি সোনার গয়না পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্রীময়ী। রিসেপশনে তাই সোনাটা বাদ রাখতে চেয়েছিলেন। প্যাস্টেল কালারের লেহেঙ্গার সঙ্গে গলায় চোকার নেকলেস ও কানে ও সিঁথিতে মানানসই গয়না পরেছেন। শ্রীময়ীর বিয়ের দিনের থেকে রিসেপশনের লুকটা ছিল একেবারেই আলাদা।
লেহেঙ্গা পরেছেন শ্রীময়ী, আর কাঞ্চনকে পরিয়েছেন শেরওয়ানি ও দুপাট্টা। নিজের ও কাঞ্চনের পোশাকের পরিকল্পনা নাকি তারই করা। ডিজাইনটাও তিনি নিজের হাতে বেছেছেন। কাঞ্চন ও শ্রীময়ী পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুলেছেন। অতিথি আপ্যায়নেও ত্রুটি নেই কোনও। বাঙালি ও মোগলাই ক্যুইজিনে খাওয়া-দাওয়ার এলাহি আয়োজনও হয়েছে।
View this post on Instagram
এদিনের অনুষ্ঠানে শ্রীময়ী ও কাঞ্চন আংটি বদল করলেন। তার জন্য প্ল্যাটিনাম-হিরের আংটিও একে অপরের জন্য কিনেছেন। বিয়ের পর সোমবার কাঞ্চন ও শ্রীময়ীর বৌভাতের অনুষ্ঠান হয়। বৌভাতের অনুষ্ঠানে শ্রীময়ীকে সোনার গয়না উপহার দেন কাঞ্চন। ৬ই মার্চ রিসেপশনের অনুষ্ঠান শেষ হলেই গত সাত দিনব্যাপী বিয়ের পর্ব মিটবে।
আরও পড়ুন : ‘কচি বউ’ পেয়ে আত্মহারা! বৌভাতে শ্রীময়ীকে কি উপহার দিলেন কাঞ্চন মল্
আরও পড়ুন : কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী কে?
উল্লেখ্য গত ১০ ই জানুয়ারি কাঞ্চন মল্লিক এবং তার দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জীর ডিভোর্স হয়। এরপর ১৪ ই ফেব্রুয়ারি রেজিস্ট্রি করে শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন। ২রা মার্চ তাদের সামাজিক বিয়ে হয়েছে। টলিউডের এই দুই তারকার বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। তবে তাতে অবশ্য থোড়াই কেয়ার কাঞ্চন-শ্রীময়ী।
View this post on Instagram