সমালোচনাকে থোড়াই কেয়ার, ধুমধাম করে প্রথম বিবাহ বার্ষিকী পালন করলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। পালন করলেন ফুলশয্যাও। নেচে-গেয়ে, পান করে একান্তে কাটালেন কিছু সুন্দর মুহূর্ত। রাখলেন ঠোঁটে ঠোঁট। কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বিয়ে নিয়ে অনেক সমালোচনা হলেও সে সবে বিশেষ পাত্তা দেন না এই তারকা দম্পতি। তারা যে বিয়ের পর কতটা সুখী তার ঝলক ফুটে উঠলো নতুন এই ভিডিওতে।
প্রথম অ্যানিভার্সারি পালন করলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ
প্রেম, বিয়ে থেকে বেডরুম সিক্রেট, সব নিয়েই এখন প্রকাশ্যে আলোচনা করেন কাঞ্চন-শ্রীময়ী। প্রথম বিবাহ বার্ষিকী উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিতে ভুললেন না। নির্দিষ্ট একজন কেক কেটে, শ্যাম্পেনের গ্লাস হাতে, একে অপরের বাহুডোরে নেচে-গেয়ে অ্যানিভার্সারি সেলিব্রেশন করলেন কাঞ্চন-শ্রীময়ী। কাঞ্চনের গালে চুম্বন করলেন শ্রীময়ী। কাঞ্চনও তা ফিরিয়ে দিলেন ঠোঁটে ঠোঁট রেখে। যেন একে অপরকে আজও চোখে হারাচ্ছেন তারা।
তবে এই পোষ্টের কমেন্ট বক্স অফ করে রাখলেন দুজনেই। আসলে কাঞ্চন ও শ্রীময়ী যাই করেন তাই নিয়েই সমালোচনা হয়। প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন নিয়েও কেউ খারাপ কথা লিখুন এমনটা চাইলেন না তারা। তাই সমালোচকদের মুখ বন্ধ রেখে প্রেম সাগরে ডুব দিলেন দুজনে। সমাজ যাই বলুক না কেন একে অপরের সঙ্গে যে সুখে আছেন সে কথা বারবার জানান দিতে ভোলেন না কাঞ্চন ও শ্রীময়ী। দুজনের বয়সের পার্থক্য প্রায় ২৬ বছর। ৫৭ এর কাঞ্চনের সাথে ২৭শের শ্রীময়ী বেশ জমিয়েই সংসার করছেন, সোশ্যাল মিডিয়াকে চোখে আঙুল দিয়ে রেখে দেন বারবার।
আরও পড়ুন : বন্ধুর বউকে বিয়ে, বাবা হতে চলেছেন এই টলিউড অভিনেতা! দিলেন সুখবর
View this post on Instagram
আরও পড়ুন : প্রেম থেকে চুমু, কাঞ্চনই গুরু! ক্লাস নাইন থেকেই কাঞ্চনের কাছে প্রেমের পাঠ নিতেন শ্রীময়ী চট্টরাজ
এক বছর আগে ভ্যালেন্টাইন ডেতেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কাঞ্চন এবং শ্রীময়ী। সেটা ছিল তাদের আইনি বিয়ে। এরপর মার্চ মাসের শুরুতেই তাদের সামাজিক বিয়েটা হয়। শুরু থেকেই কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্ক বাঁকা নজরে দেখেছে দুনিয়া। অনেক বাঁকা কথা শুনতে হয়েছে তাদের। এমনকি তাদের ছোট্ট মেয়ে কৃষভিকেও ছাড়েননি নেট নাগরিকরা। কিন্তু কাঞ্চন ও শ্রীময়ী শুধু ভালোবাসায় আছেন। নিন্দে বা সমালোচনাকে তারা পাত্তা দেন না।
View this post on Instagram