রাণী মুখার্জি, কাজল ও তানিশা মুখার্জির পারিবারিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে বলিউড যোগ বেশ স্পষ্ট। তবে অনেকেই যেটা জানেন না রাণী এবং কাজলের জামাইবাবু ইন্ডাস্ট্রির বেশ নামী একজন সদস্য। পরিচালনায় তার অনেক সুনাম রয়েছে। তিনি আর কেউ নন আশুতোষ গোয়ারিকর। যিনি লগান, স্বদেশ, যোধা আকবর, মহেঞ্জোদারোর মত সিনেমা পরিচালনা করেছিলেন।
আশুতোষ গোয়ারিকারের স্ত্রী কে?
আশুতোষ গোয়ারিকরের স্ত্রী হলেন সুনিতা মুখার্জী। তিনি ফিল্ম নির্মাতা দেব মুখার্জীর মেয়ে। সুনিতার পরিবার বহু বছর ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। তার বাবা দেব মুখার্জীর দুটি দিয়েছিল। সুনিতা দেব এবং তার প্রথম স্ত্রী মনীষার মেয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর দেব মুখার্জি দ্বিতীয়বার অমৃতা মুখার্জিকে বিয়ে করেন। দেব এবং অমৃতার ছেলের নাম অয়ন মুখার্জি। ইনিও কিন্তু বলিউডের একজন প্রখ্যাত পরিচালক। যিনি ব্রহ্মাস্ত্র সিনেমার পরিচালনা করেছেন।
আশুতোষ গোয়ারিকার কাজল, রানী এবং তানিশার কে হন?
অর্থাৎ অয়ন এবং সুনিতা সৎ ভাই বোন। আশুতোষ গোয়ারিকর অয়নের জামাইবাবু। অন্যদিকে দেব মুখার্জি কাজল ও তানিশার বাবার সোমু মুখার্জির সৎ ভাই ছিলেন। সেই সূত্রে অয়ন, কাজল এবং তানিশা ভাই বোন। আবার রানী মুখার্জিও তাদের খুড়তুতো বোন। সেই সূত্রে আশুতোষ গোয়ারিকর কাজল, তানিশা, অয়ন এবং রানীর জামাইবাবু।
আরও পড়ুন : বোনে-বোনে বনিবনা নেই! কেন রানী মুখার্জিকে সহ্য করতে পারতেন না কাজল?
আরও পড়ুন : কাজলের পদবী কী? নামের পাশে কেন পদবী ব্যবহার করেন না তিনি?
আশুতোষ গোয়ারিকরের সঙ্গে অয়ন মুখার্জির সম্পর্ক কী?
অয়ন মুখার্জী ২০০৯ সালে ওয়েক আপ সিড সিনেমা দিয়ে বলিউডে প্রবেশ করেন। রণবীর কাপুরের সঙ্গে তিনি বেশ কিছু সিনেমাতে কাজ করেছেন। ২০২২ সালে ব্রহ্মাস্ত্র সিনেমাটি বানানোর পর তাকে নিয়ে বেশ চর্চা শুরু হয়। বর্তমানে অয়ন মুখার্জিও জামাইবাবু আশুতোষের মতই বলিউডের একজন নামী পরিচালক।