বলিউডে (Bollywood) কার্যত এক অভিনেত্রী আরেক অভিনেত্রীর সাফল্য দেখতে পারেন না। আর তারা যদি হন একই পরিবারের দুই বোন তাহলে রেষারেষি বাড়ে বই কমে না। বলিউডের এমন দুই প্রখ্যাত অভিনেত্রীর নিদর্শন হলেন রানী মুখার্জি (Rani Mukherjee) এবং কাজল (Kajol)। দুজনে একই পরিবারের মেয়ে, কিন্তু ইন্ডাস্ট্রিতে এক সময় তারা একে অপরের চরম শত্রু হয়ে উঠেছিলেন।
বলিউডে ‘কুছ কুছ হোতা হে’ ছবির হাত ধরে আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন রানী। প্রথম ছবিতেই কার্যত বলিউডে সাড়া ফেলে দিয়েছিলেন এই বাঙালি সুন্দরী। এই ছবিতে আবার শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তাদের সঙ্গে ছবিতে ছিলেন কাজলও। কিন্তু ছবিতে রানীকে শাহরুখের বিপরীতে নায়িকা হিসেবে মেনে নিতে পারেননি কাজল।
আসলে খুব ছোটবেলা থেকেই রানী এবং কাজলের মধ্যে প্রায় মুখ দেখাদেখি বন্ধ ছিল। রানী এবং কাজলের বাবা শমু মুখার্জী এবং রাম মুখার্জী দুই ভাই ছিলেন। পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ বেঁধেছিল। এর উপর আবার যখন রানী বলিউডে প্রবেশ করতে যান তখন কাজল পুরোদমে চেষ্টা করেছিলেন যাতে রানীকে ছবিতে না নেওয়া হয়।
এই কারণে নাকি আদিত্য চোপড়ার উপর চাপ সৃষ্টি করারও চেষ্টা করেছিলেন কাজল। সেই সঙ্গে করণ জোহরের উপরও তার অনেক রাগ ছিল। কারণ করণই ছবির নায়িকা হিসেবে প্রযোজকের কাছে রানীর নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু কাজল শত চেষ্টা সত্ত্বেও রানীকে তিনি ছবি থেকে বাদ দিতে পারেননি।
শেষমেষ দুই বোনের রেষারেষি নিয়েই ছবির শুটিং হল এবং বক্স অফিসে তুমুল হিট হয় সেই ছবি। তবে সেটাই ছিল একসঙ্গে তাদের প্রথম এবং শেষ ছবি। এরপর আর কখনও রানীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেননি কাজল। কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে দুই বোনের মধ্যে সম্পর্ক এখন আগের থেকে শুধরেছে।
রানী এবং কাজল, দুজনের মধ্যে সম্পর্ক ভাল হয়েছে তাদের বাবা মারা যাওয়ার পর থেকে। এখন পুরনো সমস্ত বিবাদ ভুলে রানী, কাজল এবং কাজলের বোন তানিশাকে প্রায় সময় একসঙ্গে দেখা যায়। দুর্গাপুজোতেও তিন বোন একসঙ্গে সময় কাটান। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সেই ছবি।