‘স্বপ্ন (Dream) অভিনেতা (Actor) কিংবা গায়ক (Singer) হওয়ার। কিন্তু কখনও সুযোগ না পাওয়ায় সেই স্বপ্ন পূরণ করতে পারেনি, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। প্রতিভা থাকলেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেনি এই মানুষগুলো। যদিও ইন্টারনেটের যুগে কোনও কাজই অসম্ভব নয়। নিজের প্রতিভাকে খুব সহজেই তুলে ধরা যায় সকলের কাছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া বহু মানুষকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।
জনপ্রিয় এমন একজন সোশ্যাল মিডিয়ার তারকা হলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। এক সময় বিশ্ব জুড়ে ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আর সেই গানই খ্যাত শিখরে পৌঁছে দিয়েছিল ভুবনকে। তারপর কোথায় হারিয়ে গিয়েছেন এই তারকা। তাকে খুব কমই দেখা যায় লাইম লাইটে।
তাই কোথায় গেলেন তিনি? আর কেনই বা তাকে বেশি দেখা যায় না? এই দুই প্রশ্নের উত্তর দিয়েছেন গায়ক নিজেই। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে নিয়ে মুখ খুলেছেন তিনি। একটি অনুষ্ঠানে নিজের স্ত্রীকে নিয়েই উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে গান না গাওয়ার কারণ সম্পর্কে জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, “তাঁর গানে কপিরাইট পড়েছে। ‘বাদাম’ শব্দটি উচ্চারণ করলেই কপিরাইট আসছে। তাই এখন নিজের গান নিজেই গাইতে পারছেন না ভুবন। তিনি যেখানেই গান গাইতে যাচ্ছেন, ‘বাদাম’ শব্দটি উচ্চারণ করলেই কপিরাইট নিয়ে সমস্যায় পরতে হচ্ছে। যে কারণে টাকা পাচ্ছেন না, অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তাঁর নামও বদনাম হয়ে যাচ্ছে।”
গায়ক ভুবন বাদ্যকর এই অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন বীরভূমের এক সংস্থার কর্ণধারের বিরুদ্ধে। গায়ক ভুবন বাদ্যকর বলেছেন, “ঐ ব্যক্তি তাকে সহজ সরল দেখে গানের কপিরাইট নিজের নামে করিয়ে নিয়েছেন।” যেহেতু ভুবন পড়াশোনা জানেন না ও ইংরেজি জানেন তাই তার সঙ্গে এমন করা হয়েছে। এখন নাকি ঐ ব্যক্তি ফোনও তুলছেন না।
এই অভিযোগ জানাতে জানাতে কেঁদেও ফেলেছিলেন ঐ গায়ক। এখানেই শেষ নয়, তিনি ‘কাচাঁ বাদাম’-এর পর ‘হ্যাপি নিউ ইয়ার’ নামে আরও একটি গান এনেছিলেন। কিন্তু সেই গানে ‘পাকা বাদাম’ শব্দটি থাকায়, সেই গানের কপিরাইট নিয়েও সমস্যা দেখা দিয়েছে। তাই সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় তারকার মন খারাপ এখন।