‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’, নিজের মত বানানো কথায় সুর বসিয়ে বাদাম বিক্রি করতে এসে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন বাংলার ভুবন বাদ্যকর ওরফে বাদাম কাকু। তার সেই গানে কোমর দুলিয়েও ভাইরাল হয়ে যান অনেকেই। তাদের মধ্যে একজন হলেন অঞ্জলি অরোরা। ট্রেন্ডিং গানের সঙ্গে শরীর দুলিয়ে তিনি হয়ে ওঠেন ‘কাঁচা বাদাম গার্ল’। আজ তিনি কোটি কোটি টাকার মালিক।
‘কাঁচা বাদাম’ গান যেমন বাদাম কাকুর ভাগ্য ঘুরিয়ে দেয় ঠিক তেমনই রাতারাতি জনপ্রিয়তা এনে দেয় অঞ্জলিকেও। সেই জনপ্রিয়তার সুবাদে তিনি কঙ্গনা রানাওয়াতের ‘লকআপ’ রিয়ালিটি শো থেকে ডাক পান। এরপর তার জনপ্রিয়তা আরও বাড়ে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার উপার্জন এবং মোট সম্পত্তির পরিমাণ। মাত্র ২৪ বছর বয়সে তিনি সফলতার শিখরে পৌঁছেছেন।
অঞ্জলী আজ একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই জনপ্রিয়তা তাকে যেমন খ্যাতি এনে দিচ্ছে সেই সঙ্গে উপার্জনও হচ্ছে দেদার। কিছুদিন আগেই তিনি একটি গাড়ি কিনেছিলেন। সেই গাড়ি তিনি উপহার দেন বাবা-মাকে। আর সদ্য তিনি একটি বাড়ি কিনলেন। যার দাম প্রায় ৪ কোটি টাকা।
অঞ্জলি সোশ্যাল মিডিয়াতে নতুন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যাচ্ছে গোটা পরিবারকে নিয়ে পূজো হচ্ছে। সেই সঙ্গে বাড়িতে একটি পাঠের বন্দোবস্ত করা হয়েছিল। নতুন এই বাড়ির নাম তারা রেখেছেন অরোরা হাউস। সোশ্যাল মিডিয়া থেকে তিনি অনেক শুভেচ্ছাও পাচ্ছেন তার এই উন্নতির জন্য।
আরও পড়ুন : হিন্দি সিরিয়ালের সেরা ৫ নায়িকা, উপার্জনের দিক দিয়ে পেছনে ফেলেছেন বলিউড অভিনেত্রীদেরও
বর্তমানে অঞ্জলির ইনস্টাগ্রামে প্রায় ১ কোটি ৩২ লক্ষেরও বেশি ফলোয়ার্স রয়েছে। তার উপার্জনের প্রধান মাধ্যম হল মিউজিক ভিডিও এবং সোশ্যাল মিডিয়ার রিলস। তিনি ‘বিগ বস ওটিটি ২’ খ্যাত এলভিস যাদবের সঙ্গে ইদানিং নতুন কিছু কাজ করছেন। সেই সঙ্গে তিনি মডেলিং এবং ব্রান্ড এন্ডোর্সমেন্টের কাজও করেন।
আরও পড়ুন : এত কম বয়সে এত টাকা! কত টাকার মালিক শচীনের জামাই শুভমান গিল?
আরও পড়ুন : ‘চুরির টাকায় মালদ্বীপে ফুর্তি’! কৌশানী মুখার্জীকে ধুয়ে দিল নেটিজেনরা
লক আপের প্রত্যেকটি এপিসোডের জন্য তিন থেকে চার লক্ষ টাকা করে পারিশ্রমিক পেতেন অঞ্জলি আরোরা। বর্তমানে তিনি প্রতি মাসে তিন লক্ষ টাকা উপার্জন করেন বলে জানা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপনের জন্য তিনি ৫০ লক্ষ টাকা নেন। তার প্রেমিক আকাশ সানসানওয়ালও একজন ডিজিটাল ক্রিয়েটার।
আরও পড়ুন : ‘বন্ধুর বউ চুরি’ করে বিয়ে, এবার হানিমুন! দেখুন পরম-পিয়ার মধুচন্দ্রিমার ছবি