গান বন্ধ, চলছে না সংসার! অভাবের তাড়নায় এবার এই পেশা নিলেন বাদাম কাকু

Badam Kaku` New Buisness : সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক মানুষই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। আবার সেই সোশ্যাল মিডিয়ার দাপটেই বহু মানুষ কটাক্ষের শিকার হয়ে থাকেন। জনপ্রিয়তা হারিয়ে কোণঠাসাও হয়ে ওঠেন। তেমনই উদাহরণ ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। সোশ্যাল মিডিয়ায় কাঁচা বাদাম (Kacha Badam) গান গেয়ে যিনি রাতারাতি ভাইরাল (Viral) হয়েছিলেন। কিন্তু সেই আবার নিজের পুরনো জীবনেই ফিরতে হল বাদাম কাকু (Badam Kaku) -কে।

গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। টানাটানির সংসার চলে যেত কোনো রকমে। কিন্তু তার স্বরচিত ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর থেকেই দিন বদলাতে শুরু করে। পরিচিতি পান ভুবন।

BADAM KAKU

আসে কাঁচা বাদাম এর রিমিক্স ভার্সন। আরো জনপ্রিয় হন ভুবন। তার গান পৌঁছায় বিদেশে। বিভিন্ন টিভি শো তে মুখ দেখানোর, নামী রেস্তোরাঁয় গান গাওয়ার সুযোগ পান তিনি। আর এদিকে ভাইরাল কাঁচা বাদাম গানের দৌলতে হাতে বেশ কিছু টাকা এসেছিল ভুবনের। সেই টাকা দিয়ে একটি পাকা বাড়ি বানানোর কাজ শুরু করেছিলেন তিনি। খড়ের চালের কাঁচা বাড়ি ছেড়ে উঠে গিয়েছিলেন নতুন আস্তানায়।

কিন্তু গুন্ডার দৌরাত্ম্যে নিজের বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল ভুবন বাদ্যকরকে। তারপর থেকে থাকতেন এক ভাড়াবাড়িতে। এখন আবার নিজের গ্রামের পাকা বাড়িতেই ফিরে গিয়েছেন তিনি। তবে সে বাড়ি অসম্পূর্ণ। টাকার অভাবে সম্পূর্ণ করতে পারেননি বাড়িটা।

BADAM KAKU

এদিকে হাতে কোনো কাজ নেই ভুবনের। ছেলের সামান্য রোজগারেই চলছে সংসার। এদিকে নিজের সৃষ্টি ‘কাঁচা বাদাম’ এর উপর থেকেই অধিকার হারিয়েছেন ভুবন। তাকে ঠকিয়ে কপিরাইট কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি পুলিশের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি।

BADAM KAKU

আরও পড়ুন : ‘আমাকে বাঁচান’, হাউমাউ করে কেঁদে সাহায্য চাইলেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর

তাই এখন তিনি পরিস্থিতিতে পরেছেন যে তাতে তাকে আবার সেই পুরোনো অবস্থায় ফিরতে হল। এবার থেকে আবার বাদাম বিক্রি করবেন ভুবন। তবে এবার আর কাঁচা বাদাম নয়, ভাজা বাদাম বিক্রি করতে চলেছেন তিনি। তবে গ্রামে গ্রামে ঘুরে নয়। বাড়িতেই বাদাম ভেজে বিক্রি করবেন। যদিও ব্যবসার ইচ্ছা তার আর নেই। ভুবনের কথায়, ঈশ্বর চাইলে আবার সবকিছু আগের মত হবে।

আরও পড়ুন : ভাইরাল হতেই ৬ অ্যাসিস্টেন্ট, এখন নিজেই পালিয়ে বেড়াচ্ছেন! কঠিন দুর্দশায় বাদাম কাকু