শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত হলেন জ্যোতি বসুর নাতজামাই! গুরুতর এই অভিযোগ উঠল অভিনেতা শরদ কাপুরের (Sharad Kapoor) বিরুদ্ধে। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতজামাই বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় রীতিমত অবাক বলিউড। এক মহিলাকে অসম্মান করার অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।
জ্যোতি বসুর নাতনী কোয়েল বসুর স্বামী শরদ। সম্প্রতি ৩২ বছর বয়সী এক মহিলা বলিউডের এই অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে শরতের পরিচয় হয়। ভিডিও কলে কথাও বলেছিলেন দুজনে। শুটিং নিয়ে কথা বলবেন বলে ওই মহিলাকে ডেকে পাঠান অভিনেতা। নির্দিষ্ট স্থানে পৌঁছে ওই মহিলা দেখতে পান এটা শরতের অফিস নয়, বাড়ি।
এরপর যখন তিনি বাড়িতে পৌঁছান তখন শরদ তাকে তার শোওয়ার ঘরে নিয়ে যান। আর সেখানেই নাকি মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেন। এমনকি তিনি তাকে জোর করে স্পর্শ করেন। এরপর ওই মহিলা কোনও রকমে সেখান থেকে বেরিয়ে যান। তারপর তিনি এক বন্ধুর কাছে সম্পূর্ণ বিষয়টা খুলে জানান। ওই বন্ধু তাকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন।
এরপর পুলিশের কাছে গিয়ে শরদের বিরুদ্ধে অভিযোগ জানান ওই মহিলা। জ্যোতি বসুর নাত জামাইয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুসারে টার্গেট লক্ষ্য ৭৪, ৭৫ এবং ৭৯ ধারায় মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, শরদ বলিউডের একজন অভিনেতা। যিনি নায়ক হিসেবে কেরিয়ার শুরু করলেও খুব একটা পাত্তা পাননি বলিউডে। কিন্তু এরপর খলনায়ক হতেই খুলে যায় তার ভাগ্য। তিনি জোশ, এলওসি কার্গিল, লক্ষ্য, অচেনা অতিথির মত অনেক জনপ্রিয় সিনেমা করেছেন। পরে অবশ্য কাজের কাজের সুযোগের অভাবে অভিনয় ছেড়ে তিনি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করেন এবং তাতে সফল হন।