Juhi Chawla Husband : বলিউড (Bollywood) সিনেমা জগতের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে জুহি চাওলা (Juhi Chawla) অন্যতম। জুহির মনোমুগ্ধকর হাসি শত শত দর্শকদের মন কেড়ে নিতে সক্ষম। বর্তমানে সময়ের সাথে তার মুখে বয়সের ছাপ পড়লেও তার রূপের ঔজ্বল্যে কিন্তু এতটুকু ভাটা পড়েনি। কিন্তু জানেন কি এই সুন্দরী অভিনেত্রীর স্বামী কে? চলুন আজকে জেনে নিই।
১৯৯৫ সালে অভিনেত্রী বিয়ে করেন অভিনয় জগতের বাইরের একজন মানুষকে। শিল্পপতি জয় মেহেতা (Joy Mehta) -র সাথে। আর এই জয়ের জন্ম ১৯৬১ সালের ১৮ জানুয়ারি। তার দাদু ছিলেন বিখ্যাত ধনকুবের কালিদাস মেহতা। জয়ের বাবা হলেন মহেন্দ্র মেহতা এবং মা হলেন সুনয়না মেহতা। এছাড়াও তিনি কেনিয়ার প্রয়াত রেসকার চালক শেখর মেহতার তুতো। এদের পারবারিক ব্যাবসা খুব বড় ছিল। তাদের ব্যাবসা আফ্রিকা, থেকে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত পর্যন্ত বিস্তার লাভ করেছে।
জয়ের পড়াশোনা আমেরিকার নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। এরপর সুইৎজ়ারল্যান্ড গিয়ে তিনি এমবিএ করে ভারতে ফিরে আসেন তিনি। এখানে এসে তিনি বাড়ির ব্যবসাতেই মন দেন। বর্তমানে যে সংস্থার অধিকর্তা তিনি, সেই সংস্থার বাজারমূল্য আনুমানিক ৪১৩০ কোটি টাকা। এছাড়াও শাহরুখের সঙ্গেও ব্যবসা করেন জয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স-এ অর্থ বিনিয়োগ করেছেন তিনি।
তবে ব্যাবসার শুরুতেই তার সঙ্গে বিয়ে হয় শিল্পপতি যশ বিড়লার বোন সুজাতা বিড়লার সঙ্গে। কিন্তু ভাগ্যের ফেরে এক বিমান দুর্ঘটনায় মারা যান সুজাতা। আর তারপর থেকেই কার্যত ভেঙে পড়েন জয়। আর এই সময়ে জয়ের পাশে বন্ধু হয়ে দাঁড়ান নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম অভিনেত্রী জুহি চাওলা। রাকেশ রোশনের দেওয়া একটি পার্টিতে জয় ও জুহির প্রথম দেখা হয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যেত জুহি এবং জয়কে। আর তার মধ্যেই জয়ের জীবনে নেমে আসে এক কালো অধ্যায়।
তিনি সারাজীবনের মত হারিয়ে ফেলেন তার স্ত্রী সুজাতাকে। আর সেই মুহূর্তে প্রিয় বন্ধু হিসাবে সব সময় জয়ের পাশে ছিলেন জুহি। তখনই আস্তে আস্তে তাদের বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণত হয়। কিন্তু এসবের মধ্যে জুহির মা মোনা চাওলা এক গাড়ি দুর্ঘটনায় মারা যান। আর এই ঘটনায় জুহি এতটাই ভেঙে পড়েন যে প্রথমে জয়ের সঙ্গে বিয়েতে রাজি হননি তিনি।
আরও পড়ুন : টাকার লোভে কোটিপতি ব্যবসায়ীদের বিয়ে করে বলিউড ছেড়েছেন এই ১০ অভিনেত্রী
যদিও পরে পরিস্থিতি ঠিক হোক জয়ের সঙ্গে বিয়েতে মত দেন জুহি। এরপর লোকচক্ষুর আড়ালে ১৯৯৫ সালের ডিসেম্বর মাসে জয় আর জুহির চার হাত এক হয়। তারপর ২০০১ সালে জুহির কন্যাসন্তান জাহ্নবীর জন্মের সময় জুহি এবং জয়ের বিয়ের কথা প্রকাশ্যে আসে। তার দু’বছর পর ২০০৩ সালে পুত্রসন্তানের জন্ম দেন জুহি। বর্তমানে স্ত্রী, সন্তান এবং ব্যবসা নিয়ে সুখে আছেন জয় মেহেতা।
আরও পড়ুন : রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! জুহি চাওলার মেয়ের আসল পরিচয় জানলে অবাক হবেন