Juhi Chawla : ৯০ এর দশকের শেষের দিক। বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির টপ নায়িকা হিসেবে তখন জুহি চাওলা (Juhi Chawla), করিশমা কাপুর (Karisma Kapoor) এবং মাধুরী দীক্ষিতের মধ্যেই রেষারেষি হত। ওই সময় নবাগতা অভিনেত্রী হিসেবে জুহি চাওলা খুব ভাল কাজ করছিলেন। তার সৌন্দর্য এবং অভিনয় মুগ্ধ করতো দর্শকদের। তবে ভক্তদের আফসোস, জুহি চাওলা খুব কম সময়ের মধ্যেই যেন হারিয়ে গেলেন ইন্ডাস্ট্রি থেকে।
জুহি চাওলা তার কেরিয়ারে যতগুলো ছবিতে অভিনয় করেছিলেন সবকটি হয়েছিল সুপারহিট। বলিউডের বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। কিন্তু কেরিয়ারের টপে থাকতেই একটা ভুল সিদ্ধান্তের কারণে জুহি কার্যত নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে বসেন। তারই ভুল সিদ্ধান্তের কারণে অনেক লাভবান হয়েছিলেন করিশ্মা কাপুর।
করিশ্মাও ওই সময় বলিউডে সবেমাত্র পা রেখেছেন। ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তিনিও স্ট্রাগল করে চলেছেন। ঠিক ওই সময় শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিতের সঙ্গে ‘দিল তো পাগল হে’ ছবির প্রস্তাব আসে। এই ছবিতে শাহরুখ এবং মাধুরীর সঙ্গে অভিনয় করেছিলেন করিশ্মা কাপুর। কিন্তু ছবির জন্য প্রথম প্রস্তাব আসলে গিয়েছিল জুহির কাছেই।
১৯৯৭ সালের এই ছবির জন্য যখন জুহির কাছে প্রস্তাব যায় তখন তিনি সরাসরি প্রস্তাব নাকচ করে দেন। অন্যদিকে ওই সময় একের পর এক ফ্লপ ছবি দিচ্ছিলেন তিনি। তার কেরিয়ার ক্রমশ বিপর্যয়ের মুখে পড়তে থাকে। এদিকে ‘দিল তো পাগল হ্যায়’ ছবির পর বলিউডের বেশিরভাগ ছবির প্রস্তাব পেতে শুরু করেন করিশ্মা কাপুর। জুহি একেবারেই পিছিয়ে পড়তে শুরু করেন।
ঠিক এই সময়েই জুহি চাওলা বিয়েও করে নেন। যদিও বিয়ের খবর তিনি বেশ কয়েক বছর পর্যন্ত লুকিয়ে রেখেছিলেন। কিন্তু বলিউডে একের পর এক ফ্লপ সিনেমা দিতে দিতে তিনি ইন্ডাস্ট্রিতে ক্রমশ কোণঠাসা হয়ে পড়তে শুরু করেন। অন্যদিকে করিশ্মা কাপুরের কেরিয়ার তখন ছিল তুঙ্গে। তিনি ২০০৩ সাল পর্যন্ত চুটিয়ে কাজ করেছিলেন।
আরও পড়ুন : মিস ইন্ডিয়া থেকে শাহরুখের হিরোইন! বলিউড ছেড়ে আজ ৩০০০ কোটির মালকিন এই অভিনেত্রী
আরও পড়ুন : ‘জওয়ানে’ শাহরুখের ‘গার্লস গ্যাং’ আসলে কারা? রইল সেই ৬ অভিনেত্রীর পরিচয়
২০০৩ সালে করিশমা কাপুর বিয়ে করে নেন সঞ্জয় কাপুরকে। তারপর তিনিও ছবির পরিমাণ কমিয়ে দেন। বিয়ের পর আর সেভাবে অভিনয় দুনিয়াতে দেখা যায়নি করিশ্মা কাপুরকে। তবে তিনি বিভিন্ন টিভি রিয়েলিটি শোতে অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন। বিয়ের বহু বছর পর জুহি চাওলাও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। এছাড়া কিছু সিনেমাতে তিনি অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হয়েছিলেন।