Juhi Chawla Husband : বলিউড (Bollywood) অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla) -র সৌন্দর্যে আজও মুগ্ধ বলিউড প্রেমীরা। ৯০ এর দশকের এই অভিনেত্রীর প্রেমে পাগল ছিলেন তখনকার সময়ের পুরুষরা। এমনকি বলিউডের অন্দরেও অনেকেই জুহিকে স্ত্রী হিসেবে পেতে চেয়েছিলেন। সেই তালিকায় সালমান খানের নামও রয়েছে। তবে জুহি চাওলা সবার প্রেম প্রস্তাব উপেক্ষা করে বিয়ে করেছেন এক কোটিপতি ব্যবসায়ীকে। জানেন তিনি কে?
জুহি চাওলা ৯০ এর দশকের শুরুতেই ইন্ডাস্ট্রিতে পা রাখেন। একে একে শাহরুখ খান, সালমান খান, আমির খানদের মত তারকাদের সঙ্গে তার কাজের সুযোগ হয়েছিল। আসলে আমির খানের সঙ্গে ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন জুহি। প্রথম ছবি ব্লকবাস্টার হিট হওয়ার পর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। তিনি হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম।
খুব কম সময়ের মধ্যেই বলিউডে নিজের পরিচিতি গড়ে তোলেন জুহি। অভিনয়ের পাশাপাশি তার মিষ্টি হাসি, সরলতায় মাখা মুখ, রূপ-সৌন্দর্য্য দর্শকদের নজর কেড়েছিল। কিন্তু এত বড় মাপের একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও জুহি চাওলা খুব বেশিদিন অভিনয় করেননি। কেরিয়ারের শীর্ষে থাকার সময়েই তিনি জয় মেহতা (Joy Mehta) -কে বিয়ে করে নেন। তার স্বামী একজন কোটিপতি ব্যবসায়ী।
১৯৯৫ সালে জয় মেহতা এবং জুহি চাওলার বিয়ে হয়। জয় মেহতার দাদু ছিলেন বিখ্যাত ধনকুবের কালিদাস মেহেতা। আর জয়ের বাবা হলেন মহেন্দ্র মেহতা ও মায়ের নাম সুনয়না মেহতা। কেনিয়ার প্রয়াত রেস কার চালক শেখর মেহতা হলেন জয় মেহতার তুতো ভাই। তাদের পারিবারিক ব্যবসা অনেক বড়। শুধু ভারতে নয়, আফ্রিকা, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের ব্যবসা ছড়িয়ে রয়েছে। বর্তমানে তিনি যে সংস্থার অধিকর্তা সেই সংস্থার বাজারমূল্য ৪১৩০ কোটি টাকা।
জয় মেহতা বেশ শিক্ষিত একজন মানুষ। তিনি আমেরিকার নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন। এরপর সুইজারল্যান্ডে গিয়েছিলেন এমবিএ পড়ার জন্য। তারপর তিনি ভারতে ফিরে আসেন এবং পারিবারিক ব্যবসায় যোগ দেন। তবে জুহি কিন্তু জয় মেহেতার প্রথম স্ত্রী নন। প্রথমে তার বিয়ে হয়েছিল শিল্পপতির যশ বিড়লার মেয়ে সুজাতা বিড়লার সঙ্গে। তবে একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় সুজাতার।
আরও পড়ুন : রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! জুহি চাওলার মেয়ের আসল পরিচয় জানলে অবাক হবেন
এরপর জুহি চাওলার সঙ্গে আলাপ হয় জয়ের। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রী বিয়োগের মানসিক যন্ত্রণা থেকে জুহিই তাকে বের করে আনেন। এরই মধ্যে আবার জুহির মা এক গাড়ি দুর্ঘটনায় মারা যান। সেই সময় জয় জুহিকে সামলেছিলেন। তারপর ১৯৯৫ সালে চুপিসারে তাদের বিয়ে হয়ে যায়। ২০০১ সালে জুহি যখন তাদের প্রথম সন্তান জাহ্নবীর জন্ম দেন, তখন তাদের বিয়ের কথা জানাজানি হয়। ২০০৩ সালে এক পুত্রসন্তানের জন্ম দেন জুহি। দুই সন্তানকে নিয়ে এখন সুখে সংসার করছেন তারা।
আরও পড়ুন : ১টি নয়, ২টি নয়, ‘জওয়ান’ ছবিতে এই ১১ টি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে