পাকাপাকিভাবে লেখা থেকে অবসর নিলেন কবি জয় গোস্বামী (Joy Goswami)। তার আর কোনও লেখা কোনদিনও আসবে না প্রকাশ্যে। সংসার চালাতে হোম ডেলিভারির ব্যবসা খুলেছেন স্ত্রী। আর জয় গোস্বামী? লেখা ছেড়ে এবার তিনি আত্ম সমালোচনায় মগ্ন। তিনি ঘোষণা করেছেন, আর কোনদিনও প্রকাশিত হবে না তার কোনও নতুন লেখা। কারণ এত বছর ধরে লিখেও তার মনে হয়েছে তিনি লেখক হিসেবে ব্যর্থ।
৫০ বছর ধরে কবিতা লিখছেন, তবুও নাকি তিনি লিখতে ব্যর্থ। পাঠকরা তার লেখনীর বহিরঙ্গ ছুঁয়েছে, কিন্তু মর্মার্থ বুঝতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় নিজেই নিয়েছেন বেনীমাধবের স্রষ্টা। এতদিন লেখাকে পেশা হিসেবে নিয়েছিলেন তিনি। এখনও একা ঘরে বসে লেখেন। তবে সেসব লেখা আর কখনও প্রকাশ পাবে না। কেউ পড়তে পারবে না। এমনটাই ঘোষণা করেছেন কবি।
তার কথায়, “আমি ৫০ বছর লিখেছি। তারপর অবসর গ্রহণ করেছি। একটা বুলেটিন প্রকাশ করে জানিয়েছি, আমি চেষ্টা করেছি ৫০ বছর ধরে, কিন্তু আমার লেখা হয়নি। আমি লিখতে পারিনি। আমার লেখ উপযুক্ত হয়নি। আমার জীবিকা ছিল লেখা। আমি লিখে উপার্জন করতাম। যখন লেখা ছেড়ে দিলাম তখন আমার উপার্জন কমে গেল। এখন আমার স্ত্রী হোম ডেলিভারি করে সংসার চালায়”।
আরও পড়ুন : যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ নেই! ৪ বছর ধরে বেকার এই জনপ্রিয় অভিনেত্রী
আরও পড়ুন : ৬ বছরের সম্পর্ক গেল ভেঙে! কেন আলাদা হলেন দেব এবং রুক্মিণী?
আসলে পেশাগতভাবে লেখা ছাড়ার পরিকল্পনা নিয়েছিলেন তিনি ২০ বছর আগেই। তবে মেয়ে ছোট, সংসারের দায়িত্ব, এসব ভেবে পারেননি। কিন্তু এখন আর তার কোনও পিছুটান নেই। এখন ঘরে বসে নিজের মনে নিজের মত লিখে চলেছেন তিনি। তিনি লেখা ছেড়েছেন শুনেও যখন কেউ আসেনি, কেউ ফোন করেনি, তখন তিনি বুঝতে পারেন একেবারে সঠিক সিদ্ধান্তই তিনি নিয়েছেন। তিনি যে লিখবেন না তাতে কারও কিছু যায়-আসে না। এটা তিনি মনে মনে স্বাধীনতা পেয়েছেন, পেয়েছেন শান্তি। এমনটাই বলেছেন কবি।