সোমবার ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডের ঘোষণা হয়েছিল। মঙ্গলবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে হয়ে গেল তার অনুষ্ঠান। ২০২৪ এর বাংলা সিনেমার সেরাদের হাতে উঠল এই পুরস্কার। সেরা অভিনেতা থেকে সেরা অভিনেত্রী, সেরা পরিচালক থেকে সেরা ছবি, কারা কারা বাজিমাত করলেন? কে কোন পুরস্কার পেলেন? দেখেই নিন এক নজরে।
টলিউডে ফিল্মফেয়ার ২০২৪ পুরস্কার পেলেন কারা?
এই অনুষ্ঠানের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে বহুরূপী। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের এই সিনেমাটিকে বর্ষসেরা সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে। বহুরূপীর জন্যই সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেলেন শিবপ্রসাদ এবং নন্দিতা। তবে ক্রিটিকদের বিচারে সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে আরও দুটি সিনেমা। একটি হল অঞ্জন দত্তের চালচিত্র এখন। অপরটি অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের মানিক বাবুর মেঘ।
সেরা অভিনেতা হলেন কে?
বহুরূপীতে অভিনয়ের দরুন সেরা অভিনেতার পুরস্কার পেলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর সেরা অভিনেত্রী হয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। বাবলি সিনেমাটির জন্য তিনি এই পুরস্কার পেলেন। একইভাবে ক্রিটিক্সদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দুজন। একজন অঞ্জন দত্ত, নিজের পরিচালিত চালচিত্র এখন সিনেমার জন্য তিনি এই পুরস্কার পেলেন। অপরজন চন্দন সেন, মানিকবাবুর মেঘ সিনেমার জন্য তিনি এই পুরস্কার পেলেন। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন মমতা শঙ্কর, তার বিজয়ার পরে সিনেমার জন্য।
আরও পড়ুন : দেব, জিৎ থেকে শুভশ্রী, ফিল্ম ফেয়ার বাংলায় কে কোন পুরস্কার পেলেন?
আরও পড়ুন : ভারতের প্রথম মহিলা কমেডিয়ান, পেলেন না যোগ্য সম্মান! কোথায় হারিয়ে গেলেন টুনটুনি?
অন্যান্য বিভাগে কে কোন পুরস্কার পেলেন?
সেরা সহ অভিনেতা হিসেবে চালচিত্র এখন সিনেমার শাওন চক্রবর্তী এবং অযোগ্য সিনেমার শিলাজিত মজুমদার পুরস্কার পেয়েছেন। সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পদাতিকের জন্য মনামী ঘোষ এবং চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটালের জন্য তনিকা বসু। সেরা মিউজিক অ্যালবামের জন্য পুরস্কার পেলেন বহুরূপী সিনেমার গায়কেরা, অনুপম রায়, বনি চক্রবর্তী, অর্ণব দত্ত, শিলাজিৎ মজুমদার, ননিচোরা দাস বাউল। বহুরূপীর শিমুল পলাশ গানটি গাওয়ার জন্য ননিচোরা দাস বাউল এবং বনি চক্রবর্তীকে সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার দেওয়া হয়েছে। ডাকাতিয়া বাঁশি গানের জন্য সেরা গায়িকার পুরস্কার পেলেন শ্রেষ্ঠা দাস। সেরা নবাগতা অভিনেত্রী পুরস্কার পেলেন ইধিকা পাল খাদানের জন্য এবং বৈশাখী রায় মন পতঙ্গ সিনেমার জন্য। সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন মনপতঙ্গ সিনেমার শুভঙ্কর মোহান্ত।