৯০ দশকের বলিউডের নির্ভেজাল একজন কমেডিয়ান ছিলেন জনি লিভার (Johnny Lever)। অভিনেতার অসামান্য অভিনয় দেখে হেসে লুটোপুটি খেতেন দর্শকরা। কিন্তু যে মানুষটার মুখে সব সময় হাসি দেখেছে দর্শকরা, সেই মানুষটাই এক সময় করেছিলেন আত্মহত্যার চেষ্টা। শুনলে অবাক লাগলেও এই ঘটনাটি একেবারে সত্যি। কী এমন ঘটেছিল অভিনেতার জীবনে? কেন তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন?
জনি লিভারের আসল নাম
জনি লিভারের ভাল নাম জন প্রকাশ রাও জানুমালা। স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করে একজন দুর্দান্ত অভিনেতা হিসেবে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন তিনি। ১৯৮১ সালে ‘ইয়ে রিস্তা না টুটে’, সিনেমার হাত ধরে বলিউডে পদার্পণ, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সকলের সঙ্গেই কাজ করেছেন জনি। একসময় সিনেমায় জনি লিভারের উপস্থিতি একটা আলাদা মাত্রা এনে দিত।
জনি লিভারের ছোটবেলা কেটেছে খুবই কষ্টে
১৯৫৭ সালে ১৪ ই আগস্ট এক তেলেগু খ্রিস্টান পরিবারে তার জন্ম। পরবর্তীকালে মুম্বাইয়ে চলে আসেন তিনি। অভিনেতার বাবা একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন যেখানে তিনি পেতেন নামমাত্র পারিশ্রমিক। বাবার ছিল মদ্য পানের নেশা। কোনও রকমে সংসার চালাতেন তিনি। মদ্যপানের নেশার কারণেই ছেলেমেয়েদের স্কুলের খরচ চালাতে পারেননি অভিনেতার বাবা। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেই পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল তাকে।
কেন আত্মহত্যা করতে গিয়েছিলেন জনি?
মাত্র ১৩ বছর বয়সে বাবার প্রতি চরম হতাশার কারণে অভিনেতা ভেবেছিলেন আত্মহত্যার কথা। বাবার প্রতি ক্ষোভের কারণে ট্রেনে মাথা দিতে গিয়েছিলেন তিনি। ট্রেন যখন কাছাকাছি চলে আসে, সেই শেষ মুহূর্তে তিন বোনের কথা ভেবে সেই সিদ্ধান্ত থেকে বিরত থাকেন তিনি। যে শহরে তিনি বাস করতেন সেটি ছিল খুনিদের শহরে। যদি তিনি অভিনেতা না হতেন তাহলে হয়তো, কোনও গ্যাংস্টার হয়ে যেতেন তিনি।
জনি লিভারের জীবন সংগ্রাম
মাত্র ১৪ বছর বয়সে সংসারের হাল ধরার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে প্যান্ট বিক্রি করতে হতো অভিনেতাকে। প্যান্ট বিক্রি করতে করতেই তিনি করতেন বলিউড তারকাদের গলা নকল। এরপর বাবার কারখানাতে কাজ শুরু করেন তিনি। কারখানায় কোনও অনুষ্ঠান হলেই জনি বলিউড তারকাদের মিমিক্রি করতেন। এই অনুষ্ঠান করার সুবাদেই বলিউড সুরকার কল্যানজি আনন্দজির সঙ্গে আলাপ হয় জনির। বলিউডে সুযোগ পেয়ে যান কাজ করার। তারপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি তাকে।
আরও পড়ুন : না খেতে পেয়ে মারা গেলেন শেষ জীবনে, ভারতের প্রথম কৌতুকাভিনেত্রীর খোঁজ রাখেনি বলিউড
আরও পড়ুন : মিস ইন্ডিয়া থেকে বলিউড নায়িকা! এখন ভিক্ষা করে দিন কাটছে এই অভিনেত্রীর
আজ স্ত্রী, সন্তানদের নিয়ে একটি সুখী জীবন অতিবাহিত করছেন অভিনেতা। ২০২৩ সালেও দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলতি বছরে ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’, নামক একটি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। জনি ঈশ্বরকে বারবার ধন্যবাদ জানান, তার জীবন তিনি সঠিক পথে চালনা করতে পেরেছেন বলে।