পরিচালনা করেই বাজিমাত! ‘জওয়ান’ থেকে কত কোটি টাকা পকেটে ভরলেন অ্যাটলি?

Jawan Director Atlee Kumar : ৭ সেপ্টেম্বর বড়ো পর্দায় হাজির হতে চলেছে শাহরুখ খান (Shah Rukh Khan) -র জওয়ান (Jawan)। এই ছবিতে একাধিক নামি অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন। আর এই সকল অভিনেতা অভিনেত্রীদের ধামাকা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক। কিন্তু জানেন কী এই ছবি পরিচালনা করতে কত পারিশ্রমিক নিয়েছেন অ্যাটলি? চলুন জেনে নিই জওয়ান ছবি থেকে কত টাকা উপার্জন করলো অ্যাটলি কুমার (Atlee Kumar)।

জওয়ানের অপেক্ষায় শুধু ভারত কেন, শাহরুখ খানের বিদেশের অনুরাগীরাও উত্তেজনায় ফুটছেন। ট্রেলার প্রকাশ্যে এনেই বক্সঅফিসে সিনেমা অর্ধেক হিট করে ফেলেছেন শাহরুখ খান। সবমিলিয়ে এখনও পর্যন্ত জওয়ান-এর মোট ৫,৭৭,২৫৫টি টিকিট বিক্রি হয়েছে। দক্ষিণী বাজারও কাঁপাচ্ছে ‘জওয়ান’। তামিল এবং তেলেগু বেল্টে যথাক্রমে ১৯,৮৯৯ এবং ১৬,২৩০টি টিকিট বিক্রি হয়েছে। এককথায় সর্বভারতীয় স্তরে রিলিজের আগেই শাহরুখের ছবি আয় মোট ১৬.৯৩ কোটি টাকা।

JAWAN

কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন এই ধামাকাদার ছবির তৈরীর জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন পরিচালক অ্যাটলি। সবচেয়ে বড় কথা এই ছবির মধ্যে দিয়ে বলিউডের কাজ শুরু করলেন অ্যাটলি। আর দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলির গল্প ও পরিচালনায় এই প্রথমবার দেখা যাবে শাহরুখকে। স্বাভাবিক ভাবেই এই ছবি নিয়ে অ্যাটলির উচ্ছাস তুঙ্গে।

মাত্র ১৯ বছর বয়সে সহ পরিচালক হিসাবে কাজে যোগদান করেন অ্যাটলি। তিনি ২০১০ সালে তামিল ফিল্মজগতের ছবিনির্মাতা এস শঙ্করের সহ-পরিচালক হিসাবে কেরিয়ার শুরু করেন। এরপর শর্ট ফিল্ম পরিচালনার পর ডেবিউ পরিচালক হিসাবে রাজা রানি ছবিটি পরিচালনা করেন। আর এই ‘রাজা রানি’ ছবির হাত ধরেই পরিচালক হিসাবে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করে ফেলেন এই পরিচালক।

Atlee-Kumar-With-Shah-Rukh-Khan

এরপর থেকে এরপর একাধিক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন অ্যাটলি কুমার। ‘থেরি’, ‘মার্শাল’, ‘বিজিল’-এর মতো একাধিক ছবির পরিচালনা করেছেন তিনি। আর সেই সব ছবি গুলো বক্স অফিস থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছে। তবে ছবি পরিচালনার সঙ্গে সঙ্গে নিজস্ব প্রযোজনা সংস্থা আছে অ্যাটলির। ‘সঞ্জিলি বাঞ্জিলি কড়াভা থোরাই’, ‘অন্ধঘরম’-এর মতো তামিল ছবির প্রযোজনাও করেছেন তিনি।

Atlee-Kumar-With-Shah-Rukh-Khan

আরও পড়ুন : শাহরুখের সঙ্গে ১০ নায়িকা, আরও ৩ দক্ষিণী সুপারস্টার! চমকে দেবে জওয়ান ছবির সম্পূর্ণ কাস্টিং

আর এর মধ্যে চলতি বছরে অর্থাৎ ২০২৩-এ বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্য ছবি বানালেন এই দক্ষিণী পরিচালক। এই প্রথমবার তিনি বলিউড কাজ করলেন। তবে অ্যাটলি পরিচালিত জওয়ান ছবি মুক্তি পাওয়ার আগেই হিট। তবে এই ছবি পরিচালনার জন্য কম পারিশ্রমিক নিয়েছেন পরিচালক। এই ছবির জন্য মাত্র তিনি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অন্যান্য ছবির ক্ষেত্রে যেখানে তিনি ৫২ কোটি টাকা পারিশ্রমিক নেন।

আরও পড়ুন : Jawan ছবিতে শাহরুখের এই ৭ ডায়লগ শুনলে হুঁশ উড়ে যাবে আপনার