বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) সুন্দরী অভিনেত্রী জেসমিন রায় (Jasmine Roy) বহুদিন বাদে আবার প্রধান চ্যানেলে ফিরলেন। জি বাংলা ত্রিনয়নী ধারাবাহিকে খলনায়িকার ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাসের সঙ্গে তিনিও দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনয় দিয়ে। সৌন্দর্য এবং অভিনয়ের নিরিখে নায়িকা হওয়ার সমস্ত যোগ্যতা রয়েছে তার মধ্যে। তবুও এখন স্টার জলসার (Star Jalsha) গাঁটছড়াতে (Gantchchora) পার্শ্ব চরিত্রে দেখা মিলছে তার।
এর আগে কালার্স বাংলাতে ‘আমার সোনা চাঁদের কণা’ সিরিয়ালে নায়িকার ভূমিকাতেই অভিনয় করছিলেন জেসমিন। সেখান থেকে আচমকা পার্শ্বচরিত্রে কেন চলে গেলেন অভিনেত্রী? প্রশ্নটা ভাবাচ্ছে তার ভক্তদের। গাঁটছড়ার মত জনপ্রিয় সিরিয়ালে অভিনেত্রীকে দেখে খুশি হয়েছেন ভক্তদের একাংশ তবে তিনি প্রধান চরিত্র পেলে আরও খুশি হতেন তারা। এই বিষয়ে সম্প্রতি আনন্দবাজারের কাছে মুখ খুলেছিলেন অভিনেত্রী।
ত্রিনয়নী সিরিয়ালে গৌরব-শ্রুতির জীবনে ঝড় তুলেছিলেন জেসমিন। এখন গাঁটছড়াতেও ঋদ্ধি-খড়ির সম্পর্কের মাঝে দেয়াল তুলবেন তিনি? সিরিয়ালে ঋদ্ধির বান্ধবী হিসেবে এন্ট্রি নিয়েছেন তিনি। ঋদ্ধিকে প্রতিমুহূর্তে খড়ির জন্য কষ্ট পেতে দেখে কষ্ট পান তিনিও। ঋদ্ধিমানের মা খড়ির অবর্তমানে তাকেই ছেলের দায়িত্ব দিয়ে ঘরের বউ করতে চান। কারণ তার মনে হয় বৃদ্ধিকে এই মুহূর্তে সামলানোর জন্য কাউকে একজনকে প্রয়োজন।
এদিকে খড়ি মরেনি। সে নতুন নাম পরিচয় নিয়ে আবার ফিরে এসেছে নতুন রূপে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সে সিংহ রায় পরিবারকে ধ্বংস করে ফেলতে চায়। সেই কারণটা রয়েছে রহস্যের আড়ালে। সঙ্গে দর্শকরা ভাবছেন পরবর্তী দিনে জেসমিনের চরিত্রটা ঋদ্ধি এবং খড়ির মাঝে বাধা হয়ে দাঁড়াবে। তবে দর্শকদের এই ভাবনা অমূলক বলেই জানাচ্ছেন জেসমিন। তিনি জানিয়েছেন খড়ির প্রতিদ্বন্দ্বী হতে আসেননি তিনি। বরং তার আগমনের পেছনে লুকিয়ে আছে কোনও রহস্য।
আনন্দবাজারকে জেসমিন বলেছেন, “আমি নায়িকাই হতে চাই। কিন্তু টানা কাজ ছাড়া বসে থাকা আমার পক্ষে খুবই কঠিন। আর তা ছাড়া তানি চরিত্রটাও দারুণ। একটা রহস্য আছে, তাই ভাল লাগছে। শোলাঙ্কির সঙ্গে কোনও প্রতিযোগিতা নেই। পরবর্তী কালে মুখ্য চরিত্র পেলে নিশ্চয়ই করব।” এই কারণেই গাঁট ছড়াতে তানি চরিত্রটির প্রস্তাব তিনি ফেরাতে পারেননি।
জেসমিন মনে করেন কোনও কাজই ছোট নয়। দর্শকরা যাতে তার এই চরিত্রটিকেও ভালবাসায় ভরিয়ে দেন সেই চেষ্টাই করে চলেছেন তিনি। এই মুহূর্তে সিরিজ কিংবা সিনেমা কোনও কিছুই করছেন না জেসমিন। আপাতত তাই মন দিয়ে সিরিয়ালেই অভিনয় করতে চান তিনি। সেই সঙ্গে ভবিষ্যতে মুখ্য চরিত্রের প্রস্তাবের জন্যও মুখিয়েই রয়েছেন অভিনেত্রী।