Jagaddhatri: জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে একটি হল জগদ্ধাত্রী। টিআরপি তালিকার বিচারে প্রথম থেকেই সেরা তিনের মধ্যে থেকেছে এই সিরিয়াল। স্নেহাশীষ চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশনের আওতায় এই সিরিয়ালে মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখার্জী। এই সিরিয়ালের ডাবিং ‘জাগ্রুতি’ সম্প্রচারিত হয় ওড়িয়া চ্যানেল জি সার্থকে।
Jagaddhatri সিরিয়ালের গল্প
ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী একটি অনাথ মেয়ে। পরিবারের সকলের নজরে সে ভীষণ শান্ত। তবে ঘরের শান্ত সাদাসিধে এই মেয়েই বাইরের একজন দাপুটে ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার। তবে জগদ্ধাত্রী শুরু থেকেই তার এই পরিচয় লুকিয়ে রাখে। তার প্রেমিক স্বয়ম্ভুও একজন ইনভেস্টিগেশন অফিসার।
জগদ্ধাত্রী সিরিয়ালের উইকি
সিরিয়ালের নাম | জগদ্ধাত্রী (Jagaddhatri) |
চ্যানেলের নাম | জি বাংলা (Zee Bangla) |
নায়ক | সৌম্যদীপ মুখার্জি |
নায়িকা | অঙ্কিতা মল্লিক |
সম্প্রচার শুরুর দিনক্ষণ | ২৯ শে আগস্ট ২০২২ |
অন্তিম সম্প্রচারের দিনক্ষণ | চলবে |
মোট পর্ব | চলবে |
সম্প্রচারের সময় | সন্ধ্যে ৭.০০ টা (সোম থেকে রবি) |
OTT প্ল্যাটফর্ম | Zee5 |
জগদ্ধাত্রী সিরিয়ালের কাস্টিং
জগদ্ধাত্রী চরিত্রে অঙ্কিতা মল্লিক (Ankita Mallick as Jagaddhatri)
স্বয়ম্ভুর চরিত্রে সৌম্যদীপ মুখার্জী (Soumyadeep Mukherjee as Swayambhu)
কৌশিকী মুখার্জির চরিত্রে রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty as Koushiki)
কাকনের চরিত্রে দেবাঙ্গনা ফৌজদার গুনগুন (Devangana Fozdar Gungun as Kakon)
উৎসবের চরিত্রে অর্ক চক্রবর্তী (Arka Chakraborty as Utsav)
মেহেন্দির চরিত্রে রিতু রাই আচার্য (Ritu Rai Acharya as Mehendi)
বৈদেহীর চরিত্রে মৌমিতা গুপ্ত (Moumita Gupta as Boidehi)
রাজনাথের চরিত্রে সুপ্রিয় দত্ত (Supriyo Dutta as Rajnath)