রাতারাতি বদলে গেল জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকার মুখ! গল্পে আসছে দারুণ টুইস্ট

বদলে যাবে জগদ্ধাত্রী (Jagaddhatri) সিরিয়ালের নায়িকার মুখ। একইসঙ্গে বদলে যাবে গল্পের মোড়। অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) বদলে জি বাংলার (Zee Bangla) সব থেকে পুরনো এবং জনপ্রিয় এই সিরিয়ালের নতুন নায়িকা কে হবেন? গল্পে এবার আসছে ব্যাপক টুইস্ট। থাকবে একাধিক চমক। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন নায়িকা হয়ে এবার গল্পে পা রাখছেন জি বাংলারই জনপ্রিয় একজন নায়িকা।

প্রায় ৩ বছরের বেশি সময় সগর্বে চলছে জগদ্ধাত্রী। এখনও টিআরপি তালিকাতে সেরা তিনের মধ্যে জায়গা ধরে রেখেছে এই সিরিয়ালটি। এই গল্পের অন্যতম ইউএসপি ‌নায়ক ও নায়িকা অর্থাৎ জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর কেমিস্ট্রি। যদিও শোনা যাচ্ছে বিগত বেশ কয়েক মাস ধরে নাকি অঙ্কিতা এবং সৌম্যদীপের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। সেই কারণেই নাকি তাদের এক সঙ্গে সিন রাখা হচ্ছিল না। কিন্তু সেসব জল্পনা উড়িয়ে দিয়ে বেনারসে এক হল জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু। স্বয়ম্ভুকে মারতে আসা দুষ্কৃতিকে নিজের হাতে গুলি করে শেষ করে দেয় জগদ্ধাত্রী।

Zee Bangla Jagaddhatri

শোনা যাচ্ছে এবার নাকি গল্প লিপ নেবে। বড় হয়ে যাবে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর মেয়ে দুর্গা। সেই হবে এবার জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন নায়িকা। কাকে দেখানো হবে এই চরিত্রে? কানাঘুষোয় উঠে আসছে শ্রেয়সী রায়ের নাম। ভানুমতির খেল সিরিয়ালের নায়িকাই নাকি হতে চলেছেন জগদ্ধাত্রীর নতুন নায়িকা। তাহলে অঙ্কিতা মল্লিক কি সিরিয়াল ছেড়ে দেবেন? পুরনো নায়ক-নায়িকার জায়গা নেবে কি নতুন প্রজন্ম?

আরও পড়ুন : হয়ে গেল অন্তিম দিনে শুটিং! ৬ মাসেই বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল

Sreyasri Roy

আরও পড়ুন : টলিউড ছেড়ে ছোট পর্দায় ফিরছেন বেঙ্গল টপার নায়িকা! আসছে নতুন সিরিয়াল?

নতুন নায়িকার প্রবেশ মানেই পুরোনোরা বিদায় নিচ্ছেন এমনটা নয়। আপাতত শোনা যাচ্ছে জগদ্ধাত্রীর মেয়েকে নিয়েই নতুনভাবে এগোবে গল্প। জগদ্ধাত্রী মেয়েকে পুলিশ অফিসার হিসেবে গড়ে তুলতে চায়। কিন্তু দুর্গা মায়ের মত পুলিশ অফিসার হতে চায় না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জগদ্ধাত্রী কীভাবে তার মেয়েকে তৈরি করবে নিজের মতো করে সেই নিয়েই গল্প এগোবে। তাই আগামী দিনে জগদ্ধাত্রী সিরিয়ালে আসবে আরও বড় টুইস্ট।