২৫ বছরের লিপ নিয়েছে জগদ্ধাত্রী। গল্প এগিয়ে গিয়েছে এক লাফে। এখন গল্পের প্রধান কেন্দ্রবিন্দু জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা। এই চরিত্রেও অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। অর্থাৎ এবার থেকে সিরিয়ালে অঙ্কিতার ডবল রোল থাকবে। মা ও মেয়ের ভূমিকাতে অভিনয় করবেন তিনি একাই। কিন্তু এবার এই সিরিয়ালের দুর্গার নতুন নায়ক কে হবে? সেই চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা? অবশেষে প্রকাশ্যে এলো নাম।
জগদ্ধাত্রীতে দুর্গার নতুন নায়ক কে হবেন?
লিপ নেওয়ার পর কার্যত হু হু করে বাড়ছে জগদ্ধাত্রীর টিআরপি। মায়ের উপর হামলা ও ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে মরিয়া দুর্গা। এর জন্য কঠিন থেকে কঠিনতম ঝুঁকি নিতেও পিছিয়ে আসবে না সে। শোনা যাচ্ছে এবার নাকি ধারাবাহিকের দুর্গার নায়কের প্রবেশ ঘটবে। প্রথমে শোনা যাচ্ছিল আয় তবে সহচরী সিরিয়ালের নায়ক ইন্দ্রনীল চ্যাটার্জীকেই এই সিরিয়ালের নতুন নায়ক হিসেবে দেখানো হবে। কিন্তু ইন্দ্রনীল নন, জগদ্ধাত্রীর নতুন নায়ক হয়ে আসছেন অভিনেতা সায়ন মুখার্জী।
এতদিন এই গল্পের নায়ক ছিল স্বয়ম্ভু। এই চরিত্রে অভিনয় করছিলেন সৌম্যদীপ মুখার্জী। তিনিও থাকবেন সিরিয়ালে। জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুর গুরুত্ব আগের মতই থাকবে। তবে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন শুধুই দুর্গা। অঙ্কিতার সঙ্গে সৌম্যদীপের জুটি দর্শকরা খুবই পছন্দ করেছিলেন। সায়নের সঙ্গে তার জুটিটা দর্শকদের থেকে কেমন সাড়া পাবে সেটাই দেখার।
আরও পড়ুন : কেন বাংলা সিরিয়ালে এখন আর অভিনয় করেন না সুবর্ণলতা? বিস্ফোরক অনন্যা চ্যাটার্জী
আরও পড়ুন : নায়িকা থেকে খলনায়িকা! বহুদিন পর আবার সিরিয়ালে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী
সায়নকে এর আগে ফিরকি, রুপ সাগরে মনের মানুষ সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে। জগদ্ধাত্রীতে তার চরিত্রটি কেমন হবে সেই সম্পর্কে কোনও আঁচ পাওয়া যায়নি এখনো। যদিও দর্শকদের অনুমান দুর্গার নায়কও পুলিশ-প্রশাসনের সঙ্গেই যুক্ত কেউ হবেন। এই চরিত্রে সায়ন কে কেমন মানায় সেটাই দেখার। অঙ্কিতার সঙ্গে সায়নকে ভালো মানাবে নাকি ইন্দ্রনীলই ঠিক ছিলেন? কী মনে হয় আপনার?