এই মাসেই বন্ধ হবে জি বাংলার এই সিরিয়াল! মন খারাপ দর্শকদের

একের পর এক পুরনো সিরিয়াল বন্ধ করে সেই জায়গায় নতুন সিরিয়াল আনছে জি বাংলা (Zee Bangla)। সম্প্রতি এসেছে ‘পুবের ময়না’, ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। সামনেই আসছে ‘অমর সঙ্গী’। আর নতুন সিরিয়াল আসা মানেই পুরনো সিরিয়ালের বিদায়। শোনা যাচ্ছে জি বাংলার ‘মিঠিঝোরা’ নাকি এবার শেষ হওয়ার পথে! শুনেই মাথায় হাত দর্শকদের।

গত বৃহস্পতিবার থেকে ‘মিঠিঝোরা’ (Mithijhora) বন্ধ হয়ে যাওয়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। টিআরপির অভাবে এমনিতেই কিছুদিন আগে সিরিয়ালের স্লট বদল হয়েছে। রাত ন’টার বদলে রাত ৯ঃ৪৫ এর সময় সম্প্রচারিত হচ্ছে সিরিয়ালটি। সপ্তর্ষি রায়, সুমন দে, আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসুদের কিন্তু দর্শকরা বেশ ভালোবেসে ফেলেছেন এতদিনে। সত্যিই কি বন্ধ হতে বসেছে সিরিয়ালটি?

Mithijhora

ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া নিয়ে চর্চা যখন তুঙ্গে তখন অবশেষে সোশ্যাল মিডিয়াতে মুখ খুলতে বাধ্য হলেন এই ধারাবাহিকের দুই নায়ক শৌর্য এবং অনির্বাণ। শৌর্য ওরফে সপ্তর্ষি রায় সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “আমার কাছে এখনো পর্যন্ত এমন কোনও খবর আসেনি।” অনির্বাণ ওরফে সুমন দে লিখেছেন, “আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমি তো অন্তত এমনটা শুনিনি।”

দু মাস আগে রাত নটা থেকে সরিয়ে রাত দশটার সময় এই সিরিয়ালের সম্প্রচার শুরু হয়। তবে ৪ ঠা জুন থেকে ৯ঃ৪৫ মিনিটে সম্প্রচার শুরু হয়েছে সিরিয়ালটির। এখন আবার জানা যাচ্ছে রাত সাড়ে নটার সময় সিরিয়ালের সম্প্রচার শুরু হবে। বারবার স্লট বদল হচ্ছে সিরিয়ালের। কিন্তু এখনই বন্ধ হবে না এই সিরিয়াল তার নিশ্চিত করে দিয়েছেন ধারাবাহিকের নায়কেরা।

আরও পড়ুন : হয়ে গেল অন্তিম দিনের শুটিং! বন্ধের মুখে স্টার জলসার এই সিরিয়াল

Mithijhora

আরও পড়ুন : এবছর মহালয়ায় কে কোন চ্যানেলে দুর্গা হবেন? স্টার জলসা ও জি বাংলা দিল বড় আপডেট

বরং সুমন দে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন ধারাবাহিকের টিআরপি গত সপ্তাহে ছিল ৫.২। সেরা দশের মধ্যে দশম স্থানে রয়েছে এই সিরিয়াল। ধারাবাহিকের প্রি ক্যাপের ভিউ এক মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। অতএব এত সফলতার মাঝে সিরিয়াল বন্ধের সম্ভাবনা নেই। তাই নিশ্চিন্তে থাকতে পারেন দর্শকরা।